রাষ্ট্রযন্ত্র দিয়ে বিরোধীদল নির্মূলের চেষ্টা চলছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আগামী নির্বাচনও এককভাবে করার কৌশল গ্রহণ করছে ক্ষমতাসীনরা। একই দিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি’র সকল থানা কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বিএনপি।
বিএনপি নেতাদের মামলা ও গ্রেপ্তার নিয়ে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অভিযোগ করেন, মুখে গণতন্ত্রের কথা বললেও সরকার বিরোধীদল নির্মূলের সব অপচেষ্টা করছে।
এমন অবস্থায় সংগঠন পুনর্গঠনের লক্ষ্যে সকল থানা কমিটি বিলুপ্ত করেছে ঢাকা মহানগর দক্ষিন বিএনপি। কমিটির সদস্য সচিবসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার এবং কর্মসূচি বিষয়ে জরুরি সভা করেছেন নেতারা।
এমন পরিস্থিতিতে পুরোনো মামলার জামিন বাতিল ও গ্রেপ্তার আতঙ্কে আছেন দলটির নেতাকর্মীরা।