আইসিসির ২০২১ সালের বর্ষসেরা টি-টুয়েন্টি দলে জায়গা করে নিয়েছেন মোস্তাফিজুর রহমান। বুধবার গত বছরের সেরাদের নাম জানিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থাটি।
পাকিস্তানের ব্যাটিং তারকা বাবর আজমকে অধিনায়ক করে দেয়া ছোট ফরম্যাটের বর্ষসেরা একাদশে বাংলাদেশের একমাত্র সদস্য কাটার মাস্টার ফিজ।
মোস্তাফিজের একাদশে স্থান পাওয়া নিয়ে আইসিসি নিজেদের ওয়েবসাইটে লিখেছে, ‘বাংলাদেশের বাঁহাতি পেসার তার বুদ্ধিমত্তা কাজে লাগিয়ে বোলিংয়ে বৈচিত্র্য এবং গতি পরিবর্তনের সংমিশ্রণে ২০২১ সালে টি-টুয়েন্টি ক্রিকেটে আবারও রাজত্ব করেছেন।’
‘ইনিংসের শুরু ও শেষে ভয়ঙ্কর হয়ে উঠে তিনি ২০ ম্যাচে ১৭.৩৯ গড়ে ২৮ উইকেট নেন। মাত্র ৭ ইকোনমি রেট এটিই প্রমাণ করে, ব্যাটারদের জন্য তিনি কতটা দুর্বোধ্য ছিলেন।’
বর্ষসেরা টি-টুয়েন্টি একাদশ: জশ বাটলার, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), এইডেন মার্করাম, মিচেল মার্শ, ডেভিড মিলার, তাবরাইজ শামসি, জশ হ্যাজেলউড, ভানিডু হাসারাঙ্গা, মোস্তাফিজুর রহমান ও শাহীন শাহ আফ্রিদি।