ইসামি ফোরাম ২০২৩ এর ফ্ল্যাগ প্রেজেন্টেশন কমিটির চেয়ারপার্সন মাননীয় পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ ম্যাডাম স্যার। তার দক্ষ নেতৃত্বের কারণে সঠিক সময়ের অনেক আগেই তার উপর অর্পিত দায়িত্ব পালন করলেন। ১৭ টি দেশের ৫২ টি জাতীয় পতাকা মাননীয় আইডি (এন্ড.): সেক্রেটারি অব ইসামি ফোরাম ২০২৩ ও GAT এরিয়া লিডার PDG IDE নাজমুল হক PMJF (৯ ব্লু ডাইমন্ড) YG স্যার এর অফিসে হস্তান্তর করেছেন। এই সুন্দর মুহুর্তটি আরও বেশি অলংকৃত করেছেন আমাদের ডিস্ট্রিক্ট এর মাননীয় পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন হাবিবুর রহমান পিএমজেএফ (৫ ডাইমন্ড)। আরও উপস্থিত ছিলেন ফ্ল্যাগ প্রেজেন্টেশন কমিটির কো-চেয়ারপার্সন লায়ন সাদিক উদ্দিন খান, বি৩, মেম্বার সেক্রেটারি লায়ন ডাঃ খন্দকার মাজহারুল আনোয়ার এমজেএফ।
অনেক অনেক ধন্যবাদ জানায় মাননীয় পাস্ট ডিস্ট্রিক্ট গভর্ণর লায়ন শাহেনা রহমান এমজেএফ যে এত বড় একটি ইন্টান্যাশনাল একটি প্রোগ্রাম ইসামি ফোরাম ২০২৩ এই কাজে আমাকে নিয়োজিত করেছেন। মাননীয় কাউন্সিল চেয়ারপার্সন এবং ইসামি ফোরাম ২০২৩ চেয়ারপার্সন ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াহাব স্যার এর প্রি-সিডিউল থাকায় জাতীয় পতাকা হস্তান্তর এর মুহুর্তে থাকতে পারেননি।
Information provided by Lion Firoze Ahmed ।
ISAME FORUM 2023 মহা মূল্যবান বার্তার আন্তরিক শুভ কামনা জানান
Lion Didar Shardar
Lcif Coordinator / Director 315 B1
Lions Club Of Dhaka Shamoli
Lions Clubs International
Lions Clubs International Foundation