মাঝিরকান্দি-শিমুলিয়া নৌরুটে মাঝিরকান্দি ঘাট থেকে ছেড়ে যাওয়া একটি ফেরির সাথে শিমুলিয়া ঘাট থেকে ছেড়ে আসা অপর একটি ফেরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এসময় ফেরিতে থাকা এক পিকআপ ড্রাইভার নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ১০ জন। এছাড়া বেশকিছু গাড়ি দুমড়ে মুচড়ে গেছে। এ কথা জানিয়েছেন কবি সুফিয়া কামাল ফেরির
মাস্টার মো. হাসান।
শিমুলিয়া-মাঝিরকান্দি ফেরি রুটের শরীয়তপুরের জাজিরার কাছে মধ্যরাত ৩টার দিকে যাত্রীবাহী ফেরি বেগম রোকেয়া ও বেগম সুফিয়া কামালের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়।
প্রচণ্ড বেগে এ সংঘর্ষে দুমড়ে মুচড়ে যায় ফেরি দুটির একাংশ। এক গাড়িচালক পদ্মায় ছিটকে পড়ে এখনো নিখোঁজ রয়েছেন।
সুফিযা কামাল ফেরির মাস্টার মোহাম্মদ হাসান বলেন, নদীতে প্রচণ্ড স্রোত থাকায় টার্নিংয়ে নিয়ন্ত্রণ করা যায়নি।
বেগম রোকেয়া ফেরির মাস্টার মিন্টু রঞ্জন দাস বলেন, দুর্ঘটনার পরে দুই ফেরিই দুই পাড়ের ঘাটে নোঙর করতে সমর্থ হয়েছে।
যাত্রীরা জানিয়েছেন অবহেলার কারণেই এ দুর্ঘটনা ঘটেছে। বর্তমানে এ রুটে ছয়টি ফেরি চলাচল করছে। দুর্ঘটনা কবলিত ফেরিতে অর্ধশতাধিক যান এবং দুই শতাধিক যাত্রী
ছিল।