ভারতের পশ্চিমবঙ্গের সাবেক মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে অর্পিতা মুখোপাধ্যায়ের প্রেম রাজ্যটির রাজনীতিতে খুবই চর্চিত একটি বিষয়। তাদের সম্পর্ক নিয়ে অনেক জলঘোলা হয়েছে। এবার নিজের প্রেম নিয়ে মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, নিয়োগ দুর্নীতি মামলায় একইদিনে পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়িতে তল্লাশি চালায় ইডি। অর্পিতার খাটের নিচ থেকে উদ্ধার হয়েছিল কোটি কোটি রুপি, গহনা। তারপরই প্রকাশ্যে আসে পার্থ-অর্পিতার সম্পর্কের কথা। যদি পার্থ চট্টোপাধ্যায় সব সময় দাবি করেছেন, অর্পিতাকে তিনি চিনতেন না। এদিকে অর্পিতা দাবি করেছিলেন, তার খাটের নিচে পাওয়া টাকা পার্থ চট্টোপাধ্যায়েরই। তবে ভয়ে তিনি মুখ খুলতে পারেননি।
পরবর্তীতে জানা যায়, মা হতে চেয়েছিলেন অর্পিতা। তবে সন্তান দত্তক নেওয়ায় আপত্তি ছিল না পার্থ চট্টোপাধ্যায়ের। আবেদনও করেছিলেন তারা। তবে প্রায় পার্থকে কখনো কাকা, কখনও মামা বলে পরিচয় দিয়েছিলেন অর্পিতা।
পার্থ চট্টোপাধ্যায়ের জেলমুক্তির পর স্বাভাবিকভাবেই সর্বত্র ফের চর্চায় অর্পিতা। যদিও তাকে দেখা যায়নি। তিনি কোনো সংবাদমাধ্যমে প্রতিক্রিয়াও দেননি। বুধবার অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ। তিনি বললেন, ‘লোকের দুটি বউ থাকতে পারে। আমার বান্ধবী থাকতে পারে না? যারা এটা নিয়ে বিদ্রুপ করেছেন, তাদের প্রতি সহানুভূতি রইল।’
পার্থের এ মন্তব্য শুনে অনেকেই মনে করছেন তিনি কলকাতার সাবেক মেয়র শোভন চট্টোপাধ্যায়কে (তার দুজন স্ত্রী আছে) খোঁচা মেরেছেন। কারণ, সম্প্রতি তৃণমূলে ফিরেছেন তিনি। এনকেডিএ-এর চেয়ারম্যান হয়েছেন শোভন। গুঞ্জন উঠেছে, বেহালা পশ্চিমে তৃণমূলের প্রার্থী হতে পারেন শোভন। অর্থাৎ পার্থ চট্টোপাধ্যায়ের আসনেই শোভনকে টিকিট দিতে পারে তৃণমূল।