সিলেট টেস্টে প্রথম ইনিংসে করা আয়ারল্যান্ডের ২৮৬ রানের জবাবে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। একাধিক রেকর্ড গড়ে মাত্র ১ উইকেট হারিয়ে ৩৩৮ রান তুলে দ্বিতীয় দিন শেষ করেছে টাইগাররা। হাতে আরও ৯ উইকেটে রেখে এরই মধ্যে লিড দাঁড়িয়েছে ৫২ রানের।
দ্বিতীয় দিন শেষে ১৬৯ রানে অপরাজিত আছেন ওপেনার মাহমদুল হাসান জয়। এটি তার টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস। আগের সর্বোচ্চ ছিল ১৩৭ রান। ২০২২ সালে ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ইনিংসটি খেলেছিলেন জয়।
ওপেনিংয়ে সাদমান ইসলামকে নিয়ে ১৬৮ রান যোগ করেছেন জয়। বাংলাদেশের হয়ে টেস্টে ২০১৫ সালের পর এটিই সর্বোচ্চ ওপেনিং জুটি। সবমিলিয়ে ওপেনিং জুটিতে টেস্টে এটি বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ। রেকর্ড জুটি গড়ে ৮০ রানে আউট হয়েছেন সাদমান। টেস্ট ক্যারিয়ারের সপ্তম ফিফটি পেয়েছেন এই বাঁহাতি ওপেনার।
তিনে নামা মুমিনুল হকও পেয়েছেন বড় ইনিংসের দেখা। ৩৬তম বারের মতো ফিফটি ছুঁয়ে ৮০ রানে অপরাজিত আছেন তিনি। তাতে হয়ে গেল একটি রেকর্ডও। নিজেদের টেস্ট ইতিহাসে মাত্র দ্বিতীয়বার এক ইনিংসে বাংলাদেশের প্রথম তিন ব্যাটার ফিফটির দেখা পেলেন। প্রথমবার ২০১০ সালে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ইনিংসে।
দিনের শুরুতেই আইরিশদের গুটিয়ে দেয় বাংলাদেশ। ছবি: সংগৃহীত
এর আগে, প্রথম দিনের ৮ উইকেটে ২৭০ রান নিয়ে ব্যাট করতে নেমে ১৬ রান যোগ হতেই অলআউট হয় আয়ারল্যান্ড। দলটির হয়ে প্রথম ইনিংসে ফিফটি পেয়েছেন টপ অর্ডারের দুই ব্যাটার পল স্টার্লিং (৬০) ও কেড কারমাইকেল (৫৯)।