চলতি বছরের ৮ ডিসেম্বর ৯০ হবে তার। বয়স যে শুধুই একটা সংখ্যা, সেটাই প্রমাণ করে দিলেন ধর্মেন্দ্র! সাত দিন ধরে হাসপাতালে থাকার পর বর্ষীয়ান এ অভিনেতা এখন বাড়িতে।
হাসপাতাল কর্তৃপক্ষ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অভিনেতার বাকি চিকিৎসা বাড়ি থেকেই হবে। পরে ধর্মেন্দ্রের পরিবারের পক্ষ থেকে একই বিবৃতি দেওয়া হয়েছে।
ধর্মেন্দ্র অ্যাম্বুল্যান্সে চেপে বাড়ির পথে এবং অন্য একটি গাড়িতে ছেলে ববি দেওল। এমনই এক দৃশ্য বুধবার সকালে সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, অনেকটাই সুস্থ বর্ষীয়ান অভিনেতা। অবস্থা এখন স্থিতিশীল। বাড়িতেই চিকিৎসা সম্ভব, তাই হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।
আনন্দবাজার সূত্রে খবর, বুধবার সকাল সাড়ে ৭টায় তাকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। তবে দেওল পরিবার বা হেমা মালিনীর পক্ষ থেকে এখনো এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি।
শ্বাসকষ্ট নিয়ে এক সপ্তাহ আগে মুম্বাইয়ের হাসপাতালে ভর্তি হয়েছিলেন ধর্মেন্দ্র। ছিল বয়সজনিত অন্যান্য অসুস্থতাও। এরই মধ্যে সোমবার আচমকাই তার শারীরিক অবস্থার অবনতির ভুয়া খবর ছড়িয়ে পড়ে। খবরও প্রকাশ পায় তিনি মারা গেছেন। তড়িঘড়ি হাসপাতালেও আসতে থাকেন বলিউডের তারকারা।
তবে সব গুঞ্জন মিথ্যে করে হেমা মালিনীর পক্ষ থেকে জানানো হয়, ধর্মেন্দ্র স্থিতিশীল। নতুন করে তার শারীরিক অবস্থার অবনতি হয়নি।
রাত যত গভীর হয়- ভুয়া খবর ততই ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল থেকে একের পর এক সংবাদমাধ্যমে প্রকাশিত হয় বর্ষীয়ান অভিনেতার মৃত্যুর খবর।
তবে হেমা মালিনী, সানি দেওলের পক্ষ থেকে বার বার বার্তা দেওয়া হয়, সে রকম কিছুই ঘটেনি।