বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বরিশাল-০১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী এম. জহির উদ্দিন স্বপন বলেছেন দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি প্রযুক্তিনির্ভর সমৃদ্ধ বাংলাদেশ গড়র। তার নেতৃত্বে আমরা রাষ্ট্রকে মেরামত করব। এ কাজ করতে গিয়ে আমরা দেশের সমস্ত সৃজনশীল চিন্তাবিদদের সাথে নেব। আধুনিক চিন্তার একটি সমৃদ্ধ জাতি গঠনে তাদের সৃজনশীল চিন্তা-ভাবনাকে আমরা কাজে লাগাতে চাই।
আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে টিকে থাকতে হলে তরুণ প্রজন্মকে নানান ডিভাইস পরিচালনায় দক্ষ হতে হবে। এভাবে চিন্তা এবং মননশীলতায় নিজেদেরকে উন্নত সমৃদ্ধ করতে হবে। আমরা যে মূল্যবোধে বড় হয়েছি সে মূল্যবোধ এখনো অচল হয়ে পড়েছে। বর্তমান শিক্ষা কারিকুলামকে পরিবর্তন করতে হবে। তার আগে শিক্ষকদেরকে নতুন করে আবার শিখতে হবে। এটা সম্ভব না হলে আমরা সমৃদ্ধ দেশ উন্নত জাতি হতে পারবো না।
বৃহস্পতিবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ডিগ্ৰী কলেজের নবাগত শিক্ষার্থীদের নবীন বরণ ও ৪০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, সূধী সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এ কথা বলেন।
কলেজের প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুল ওয়াহেদ অসুস্থতা জনিত কারণে শয্যাশায়ী থাকায় ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠানে যোগ দিয়ে বেলা ১১টায় অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করেন।
কলেজ গভর্নিং বডির সভাপতি সরদার লুৎফর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, এলজিআরডি ও যুব মন্ত্রণালয়ের উপদেষ্টার সহকারী একান্ত সচিব মোঃ আয়মান হাসান রাহাত, বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর ড. জসিম উদ্দিন, বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ শহিদুল ইসলাম।
বক্তব্য রাখেন, কলেজ অধ্যক্ষ কে.এম শরিফুল কামাল, শিক্ষার্থীদের অভিভাবক মাজহারুল আলম মাহী, একাদশ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাহসিন প্রমূখ।
এ জাতীয় আরো খবর..