এবার নিয়ে ৪র্থবার বরিশাল-১ আসনে ধানের শীষ প্রতীকের মনোনয়ন পেয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এম. জহির উদ্দিন স্বপন। শুক্রবার সকালে তার পক্ষ থেকে বরিশালের গৌরনদী প্রেসক্লাবের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করা হয়েছে। এ সময় চা-চক্রের আয়োজন করা হয় ।
শুক্রবার সকাল ১০টায় ধানের শীষের ওই প্রার্থীর উপজেলার সরিকল গ্রামস্থ বাসভবনের শুভেচ্ছা বিনিময় ও চা-চক্রটি অনুষ্ঠিত হয়।
এ সময় বিএনপি নেতা ও ধানের শীষের প্রার্থী এম.জহির উদ্দিন স্বপন আগামী ২০২৬ এর ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয় সাংবাদিকদের প্রতি সপ্তনিষ্ঠ সংবাদ পরিবেশন এর আহ্বান জানান। একই সময় তিনি তার সকল কাজের ভুল ধরিয়ে দিয়ে গঠনমূলক সমালোচনা অব্যাহত রাখার আহ্বান জানান।
গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি দৈনিক ভোরের কাগজের সদ্য সাবেক চিফ রিপোর্টার খোন্দকার কাওছার হোসেন, গৌরনদী প্রেসক্লাবের আহবায়ক জহুরুল ইসলাম জহির, প্যানেল আহবায়ক খোন্দকার মনিরুজ্জামান মনির ও মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোঃ হানিফ সরদার, সঞ্জয় কুমার পাল, খোকন আহমেদ হীরা, এস এম জুলফিকারসহ প্রেসক্লাবের কর্মকর্তা ও সদস্যগণ বক্তব্য রাখেন। বক্তারা সবাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থী এম. জহির উদ্দিন স্বপনের নিরঙ্কুশ বিজয়ের আশাবাদ ব্যক্ত করে গৌরনদীতে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা চর্চায় তার সহযোগিতা কামনা করেন।
এ জাতীয় আরো খবর..