মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধ শেষ করার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
আনাদোলু এজেন্সি সূত্রে খবর, মিশর থেকে হোয়াইট হাউসে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানের মধ্যে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন।
এরদোগান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ সমাধানে সাহায্য করতে পারেন কি না- এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘এরদোগান পারেন। কারণ রাশিয়ার কাছে তিনি সম্মানিত। ইউক্রেনের বিষয়ে আমি বলতে পারব না, তবে পুতিনের কাছে তিনি সম্মানিত।’
ট্রাম্প উল্লেখ করেন, তিনি ‘কঠোর নেতাদের’ সঙ্গে ভালো সম্পর্ক রাখেন, এর মাধ্যমে তিনি এরদোগানকেই ইঙ্গিত করেছেন।
প্রসঙ্গত, তুর্কি সরকার ২০২২ সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শেষ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আঙ্কারা কিয়েভ ও মস্কোকে আলোচনার মাধ্যমে সংঘাত বন্ধ করার আহ্বান জানিয়ে আসছে এবং শান্তির ভিত্তি গঠনের জন্য মধ্যস্থতা সহ যেকোনো উদ্যোগ গ্রহণের জন্য প্রস্তুত।
এর আগে মিশরের উপকূলীয় শহর শারম আল-শেখে আয়োজিত এক শান্তি সম্মেলনে যোগদেন ট্রাম্প। যেখানে উপস্থিত ছিলেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানও।
এছাড়া সম্মেলনে প্রায় ৩৫ জন বিশ্বনেতা অংশ নেন। গাজায় দুই বছরেরও বেশি সময় ধরে চলা ইসরাইল-হামাস যুদ্ধের অবসান ঘটানোর লক্ষ্যে উক্ত সম্মেলনে বিশ্ব নেতাদের সামনে এক ঐতিহাসিক শান্তি চুক্তি হয়।