নতুন মন্ত্রিসভা ঘোষণা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। আগামী বছরের বাজেট সংসদে উপস্থাপনের সময়সীমা ঘনিয়ে আসায় তিনি নবনিযুক্ত প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকোরনুর সঙ্গে দীর্ঘ বৈঠক শেষে এই নতুন মন্ত্রিসভার নাম প্রকাশ করেন।
রবিবার প্রেসিডেন্টের দপ্তর থেকে প্রকাশিত তালিকা অনুযায়ী, লেকোরনুর নতুন মন্ত্রিসভায় জ্যাঁ-নোয়েল ব্যারো পররাষ্ট্রমন্ত্রী হিসেবে আগের পদেই বহাল থাকছেন। আর বিদায়ী শ্রমমন্ত্রী ক্যাথরিন ভোত্রিন এবার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন। ম্যাক্রোঁ-ঘনিষ্ঠ রোলাঁ লেস্কুর অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। এছাড়া নতুন মন্ত্রিসভায় এসেছে কয়েকটি নতুন মুখও।
প্যারিসের পুলিশ প্রধান লরাঁ নুনিয়েজ নতুন স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছেন। তিনি ডানপন্থী রিপাবলিকান দলের নেতা ব্রুনো রেতাইয়োর স্থলাভিষিক্ত হচ্ছেন।
বিশ্ব বন্যপ্রাণী তহবিলের ফ্রান্স শাখার সাবেক পরিচালক ও খ্যাতনামা প্রকৃতিবিদ মোনিক বারবু পরিবেশ ও জলবায়ু রূপান্তর মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণ করছেন।
তবে জেরাল্ড দারমানিন আগের মতোই বিচার মন্ত্রণালয়ের দায়িত্বে থাকছেন।
এছাড়া সংস্কৃতি মন্ত্রী রাশিদা দাতি- যিনি আগামী বছর দুর্নীতির মামলায় বিচারের মুখোমুখি হতে যাচ্ছেন, তাকেও মন্ত্রিসভায় বহাল রাখা হয়েছে।
এক্স-এ দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী লেকোরনু লিখেছেন, ‘বছর শেষ হওয়ার আগেই ফ্রান্সের বাজেট প্রণয়নের লক্ষ্য নিয়ে একটি ‘মিশনভিত্তিক সরকার’ গঠন করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমি সেই নারী ও পুরুষদের ধন্যবাদ জানাই, যারা ব্যক্তিগত ও দলীয় স্বার্থ উপেক্ষা করে এই সরকারের অংশ হয়েছেন। এখন একটাই বিষয় গুরুত্বপূর্ণ-দেশের স্বার্থ।’
ম্যাক্রোঁ গত শুক্রবার লেকোরনুকে পুনরায় নিয়োগ দেন, তার মাত্র চার দিন আগে তিনি পদত্যাগ করেছিলেন। প্রথম মন্ত্রিসভা ভেঙে যাওয়ার পর রাজনৈতিক বিরোধীরা নতুন সরকারকে প্রথম সুযোগেই ক্ষমতাচ্যুত করার হুমকি দেয়।