মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে নগ্ন অবস্থায় সাইকেল র্যালি বের করেছেন বিক্ষোভকারীরা। এমনই এক ব্যতিক্রমী দৃশ্য দেখা গেছে যুক্তরাষ্ট্রের ওরেগন অঙ্গরাজ্যের পোর্টল্যান্ড শহরে।
রবিবার অনুষ্ঠিত এই কর্মসূচিতে শত শত অংশগ্রহণকারী সম্পূর্ণ বা প্রায় নগ্ন অবস্থায় সাইকেল চালিয়ে শহরের বিভিন্ন রাস্তায় ঘুরে বেড়ান। আয়োজকেরা একে বলেছেন, এটি ছিল বার্ষিক ‘ওয়ার্ল্ড নেকেড বাইক রাইড’র একটি ‘জরুরি সংস্করণ’, যা প্রতিবছর গ্রীষ্মে আয়োজিত হলেও এবার আগেই আয়োজন করা হয়েছে।
সাম্প্রতিক দিনগুলোতে পোর্টল্যান্ডের অভিবাসন কার্যালয়ের সামনে প্রতিদিনই বড় বিক্ষোভ হচ্ছে। সেখানে অংশগ্রহণকারীরা রঙিন ও অদ্ভুত পোশাকে- যেমন: ফুলানো ব্যাঙ, ইউনিকর্ন, অ্যাক্সোলটল, আর কলার পোশাক পরে ফেডারেল আইনশৃঙ্খলা বাহিনীর মুখোমুখি হচ্ছেন, যারা প্রায়ই টিয়ার গ্যাস ও পিপার বল ব্যবহার করে বিক্ষোভ দমন করছে।
আয়োজকেরা জানান, নগ্ন সাইকেল রাইডের মূল উদ্দেশ্য ছিল প্রেসিডেন্ট ট্রাম্পের ন্যাশনাল গার্ড মোতায়েনের উদ্যোগের বিরুদ্ধে প্রতিবাদ জানানো। তাদের ভাষায়, ‘শরীর দেখানো নয়, বরং রাষ্ট্রীয় দমননীতির বিরুদ্ধে কণ্ঠ তোলাই ছিল এই রাইডের বার্তা।’