গাজা থেকে জিম্মিদের মুক্তির জন্য ইসরায়েল সফরে গিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুদ্ধ শেষ।’
যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে হামাস সকল ইসরায়েলিকে তাদের কাছে হস্তান্তর করবে। ফিলিস্তিনি দলটি ৪৮ জন জিম্মিকে ফিরিয়ে দেওয়ার জন্য স্থানীয় সময় রাত ১২টা পর্যন্ত সময় পেয়েছে, যাদের মধ্যে ২০ জন জীবিত বলে মনে করা হচ্ছে।
বিবিসি সূত্রে জানা গেছে, জিম্মি বিনিময়ের জন্য ইসরায়েল ২৫০ জন ফিলিস্তিনি বন্দী এবং ১ হাজার ৭০০ জনেরও বেশি আটক মানুষকে মুক্তি দেবে।
এরই মধ্যে ট্রাম্প তার ঘনিষ্ট নেতানিয়াহুর সঙ্গে দেখা করতে এবং দেশটির সংসদে ভাষণ দিতে ইসরায়েলে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।
এরপর তিনি মধ্যপ্রাচ্যে শান্তি বিষয়ক একটি শীর্ষ সম্মেলন আয়োজনের জন্য মিশরে যাবেন, যেখানে ব্রিটিশ প্রধানমন্ত্রী স্টারমার সহ বিশ্ব নেতারাও যোগ দেবেন।
ট্রাম্প বলেন, ‘আমি যুদ্ধ সমাধানে পারদর্শী। আমি শান্তি স্থাপনে পারদর্শী।’
ট্রাম্প বলেছেন যে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে তার খুব ভালো সম্পর্ক রয়েছে, যাকে তিনি ‘যুদ্ধকালীন রাষ্ট্রপতি’ হিসেবে বর্ণনা করেন। তিনি আরও বলেন, তিনি খুব ভালো কাজ করেছেন। তার সঙ্গে আমার কিছু বিরোধ ছিল এবং সেগুলো দ্রুত নিষ্পত্তি হয়ে গেছে।
ট্রাম্প, যিনি বারবার নোবেল শান্তি পুরস্কারের প্রতি আগ্রহ প্রকাশ করেছিলেন। গাজা সংঘাতকে তিনি অষ্টম যুদ্ধ সমাধান বলে অভিহিত করেছেন।
তিনি বলেন, ‘আমি নোবেলের জন্য এটি করিনি। আমি জীবন বাঁচানোর জন্য এটি করেছি।’
ট্রাম্প জানান, তিনি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সংঘাতের কথা শুনেছেন। বলেন, ‘আমি ফিরে না আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে।’