বুধবার, ০২:৫৫ পূর্বাহ্ন, ১৫ অক্টোবর ২০২৫, ৩০শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিল ফ্রান্সসহ আরও ছয় দেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৬ বার পঠিত

জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশন শুরু হওয়ার আগে নিউইয়র্কে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক সম্মেলনে ফ্রান্সসহ ছয় দেশের নেতারা ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছেন।

সোমবার সৌদি আরবের সঙ্গে যৌথভাবে এই বৈঠকের আয়োজন করে ফ্রান্স। সেখানে ফ্রান্স ছাড়াও অ্যান্ডোরা, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা ও মোনাকো ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার ঘোষণা দেয়।

এছাড়া অস্ট্রেলিয়া, কানাডা, পর্তুগাল ও যুক্তরাজ্যের নেতারাও বৈঠকে বক্তব্য রাখেন। তারা একদিন আগেই ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিলেন।

আল জাজিরা সূত্রে জানা গেছে, সম্মেলনে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেন, ‘আমরা এখানে একত্র হয়েছি কারণ সময় এসে গেছে। আমাদের দায়িত্ব হলো দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের সম্ভাবনাকে বাঁচিয়ে রাখতে সর্বোচ্চ চেষ্টা করা। আজ আমি ঘোষণা করছি-ফ্রান্স ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দিচ্ছে।’

এই নতুন ছয় দেশ যুক্ত হওয়ায় জাতিসংঘের ১৯৩টি সদস্য দেশের মধ্যে প্রায় ১৪৭ দেশ এখন পর্যন্ত ফিলিস্তিন রাষ্ট্রকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে। অর্থাৎ আন্তর্জাতিক সম্প্রদায়ের ৮০ শতাংশেরও বেশি এখন ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিচ্ছে।

এতে ইসরায়েলের ওপর কূটনৈতিক চাপ আরও বেড়েছে। গাজায় ইসরায়েলের গণহত্যা অব্যাহত রয়েছে, যেখানে এখন পর্যন্ত ৬৫ হাজার ৩০০-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং পুরো অঞ্চল ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

গত বছর স্পেন, নরওয়ে ও আয়ারল্যান্ড ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেয়। এর মধ্যে মাদ্রিদ গাজার যুদ্ধের জন্য ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞাও আরোপ করে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com