জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নির্বাচনী প্রতীক হিসেবে শাপলাই পাবে বলে দাবি করেছেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুরে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এ দাবি তোলেন।
উল্লেখ্য, শাপলা প্রতীক পেতে অনড় অবস্থান নিয়েছে এনসিপি। এ নিয়ে ইসির সঙ্গে একাধিকবার বৈঠক ও চিঠি বিনিময় করেছে দলটি। বিভিন্ন সময়ে এনসিপি নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজনে এই প্রতীক পেতে তারা রাজপথে লড়াই করবেন। পাশাপাশি নির্বাচনে অংশগ্রহণ নিয়েও পুনর্বিবেচনা করবেন।
বিপরীতে নির্বাচন কমিশন বারবার বলে আসছে, শাপলা তাদের বরাদ্দযোগ্য প্রতীকের তালিকায় নেই। তাই এটি এনসিপিকে দেওয়া সম্ভব নয়। আগামী ১৯ অক্টোবরের মধ্যে এনসিপি যদি প্রতীকের বিষয়ে কোনো সিদ্ধান্ত না নেয়, তখন ইসি নিজেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।