২০ শতাংশ বাড়িভাড়া বৃদ্ধির দাবিতে বেসরকারি এমপিওভুক্ত শিক্ষকদের ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি শুরু হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এ মিছিল বের হয়। তবে হাইকোর্টের ফটকে পুলিশ তাদের আটকে দেয়।
এর আগে, বেলা সাড়ে ১১টায় এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট-এর সদস্যসচিব দেলাওয়ার হোসেন আজিজী বলেন, শিক্ষা উপদেষ্টার আলোচনার প্রস্তাব আমরা প্রত্যাখ্যান করেছি। আমাদের একটাই দাবি, প্রজ্ঞাপন জারি করতে হবে। এখন আর আলোচনার কোনো সুযোগ নেই।