টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তমের বাসা ‘সোনার বাংলা’তে হামলা চালিয়ে ভাঙচুর করেছে দুর্বৃৃত্তরা। গতকালশনিবার দিবাগত রাত ১২টার দিকে এ হামলা চালানো হয়।
বাসার কেয়ারটেকার রাজু বলেন, ‘রাতে স্যার (কাদের সিদ্দিকী) দ্বিতীয় তলায় ঘুমাচ্ছিলেন। এ সময় ১০-১৫ জন দুর্বৃত্ত বাসায় ইট পাটকেল নিক্ষেপ করে। পরে মই দিয়ে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে দুটি গাড়ি ভাঙচুর করে।এ সময় তাদের প্রত্যেকের মাথায় হেলমেট ছিল। পরে আশপাশের লোকজন এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সরেজমিনে দেখা গেছে, বাসভবনের সামনের একটি গাড়ির গ্লাসসহ বিভিন্ন যন্ত্রাংশ ভেঙে ফেলা হয়েছে। এ ছাড়া বাসভবনের দোতালার জানালার গ্লাসও ভাঙা রয়েছে।
টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘কাদের সিদ্দিকীর বাড়িতে ভাঙচুরের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই।পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করছে।’
শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।