বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে বসছে বিএনপি, জামায়াত ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় পৃথক সময়ে এ বৈঠক অনুষ্ঠিত হবে।
জানা গেছে, রবিবার বিকেল ৪টা ৩০ মিনিটে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করবেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রতিনিধিদল। এর আগে দলটির নায়েবে আমির সাবেক এমপি ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহেরের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধিদল যমুনায় যাবেন।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- দলটির সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান ও ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি)।
এর পর প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধিদল। এদিন সন্ধ্যা ছয়টায় যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে।
এই প্রতিনিধিদলে থাকবেন- এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব, সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারা ও সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ।
এ ছাড়া প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএনপির প্রতিনিধিদল। রবিবার সন্ধ্যা ৭টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক অনুষ্ঠিত হবে। বিএনপি প্রতিনিধিদলে নেতৃত্ব দেবেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।