প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করবেন ঢাকায় অবস্থিত মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাসের প্রতিনিধিরা। আজ সোমবার নির্বাচন কমিশনের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
গতকাল রবিবার সিইসির একান্ত সচিব বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সোমবার দুপুর ২টায় বৈঠকটি অনুষ্ঠিত হবে।
এর আগে গত বৃহস্পতিবার বৈঠকটি হওয়ার কথা থাকলেও আগারগাঁওয়ে ছাত্র আন্দোলনের জন্য বৈঠকটি বাতিল করা হয়েছিল। গত বছরের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর এটিই হবে মার্কিন দূতাবাসের প্রতিনিধিদের সঙ্গে সিইসির প্রথম বৈঠক।