কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে চাকরিতে পুনর্বহালের দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি পুলিশের বাধায় ভণ্ডুল হয়ে গেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করলে কয়েকজন আন্দোলনকারী আহত হন। এ ছাড়া ২৫ জনকে আটক করে নিয়ে গেছে পুলিশ।
আজ বুধবার বেলা ১১টার দিকে কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া উপজেলা সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
আটককৃতদের মধ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলার অন্যতম সাবেক সমন্বয়ক ও এনসিপি নেত্রী জিনিয়া শারমিন রিয়া রয়েছেন।
এদিকে ঘটনার পর এনসিপি নেত্রীর সহপাঠীরা কক্সবাজার শহরে মিছিল করেছে।
আন্দোলনকারী চাকরিচ্যুত শিক্ষকরা জানিয়েছেন, সকালে উখিয়া সদর স্টেশনের ফলিয়াপাড়া রাস্তার মোড়ে ৪০/৫০ জন ভুক্তভোগী শিক্ষক অবস্থান নিয়ে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শন করছিলেন। তারা কোনো ধরনের জনদুর্ভোগ সৃষ্টি ছাড়া সড়কের পাশে অবস্থান নিয়ে কর্মসূচি অব্যাহত রাখেন। এক পর্যায়ে পুলিশ এসে তাদের সরে যেতে নির্দেশ দেয়।
তার পরও পুলিশের নির্দেশ অমান্য করে কর্মসূচি চালিয়ে যেতে থাকলে আন্দোলনকারীদের ওপর লাঠিপেটা করা হয়। এ ঘটনায় ৭/৮ জন আন্দোলনকারী শিক্ষক আহত হন। পরে ঘটনাস্থল থেকে পুলিশ ২৫ আন্দোলনকারীকে আটক করে নিয়ে যায়। আহতদের উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ বিষয়ে কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া কর্মকর্তা) মো. জসিম উদ্দীন চৌধুরী বলেন, ‘সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে আন্দোলনকারীদের সরিয়ে দেওয়া হয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। আমরা সেখান থেকে ২৫ জনকে হেফাজতে নিয়েছি।তাদের বিষয়ে যাচাই-বাছাই শেষে সিদ্ধান্ত নেওয়া হবে।’
তবে আগের দিন চাকরিচ্যুতদের সঙ্গে বৈঠক হয়েছিল জানিয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, আন্দোলনকারীসহ সংশ্লিষ্টরা সবার মধ্যেই আলোচনা করার সিদ্ধান্ত হয়েছে। এ সময় পরিস্থিতির সঙ্গে থাকার কথা জানান তিনি।
প্রসঙ্গত, গত এক বছর ধরে চাকরিচ্যুত শিক্ষকরা তাদের পুনর্বহালের দাবিতে আন্দোলন করছেন।