সোমবার, ০৯:৪৮ অপরাহ্ন, ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৭ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গৌরনদীতে  র‌্যালি ও সমাবেশ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ০ বার পঠিত

বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে  উপলক্ষে সোমবার সকালে বরিশালের গৌরনদীতে বর্নাঢ্য র‌্যালি  ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) ও বরিশাল-১ (গৌরনদী-আগৈলঝাড়া)আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী আকন কুদ্দুসুর রহমান।

ওইদিন বেলা ১১টায় গৌরনদী ফায়ার সার্ভিস ষ্টেশন সংলগ্ন ফিসারি খামার চত্বর থেকে র‌্যালিটি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে গৌরনদী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথির বক্তিতাকালে আকন কুদ্দুসুর রহমান বলেন, আগামী ফেব্রয়াারি মাসের মধ্যে জাতীয় নির্বাচনের বিষয়ে রাজনৈতিক দল ও সরকারে ঐকমত্য তৈরি হয়েছে। অথচ নির্বাচন অনুষ্ঠান নস্যাৎ করতে কোন কোন ফ্যাসিবাদি দালালরা ষরযন্ত্র করছে। যে কোন ষরযন্ত্র মোকাবেলায় প্রস্তুত থাকতে হবে। জাতীয় সংকট সমাধান ও দেশে গনতন্ত্র প্রতিষ্ঠায় নির্বাচনের কোনো বিকল্প সমাধান নেই। কিন্তু একটি চিহ্নিত মহল এই ঐকমত্যের বিপরীতে দাঁড়িয়ে নির্বাচন তথা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচালের অপচেষ্টা করছে।

গৌরনদী উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারন সম্পাদক ও বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য জহুরুল ইসলাম জহিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে  প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস, এম, মনিরুজ্জামান মনির। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এস, এম, আফজাল হোসেন, আবুল হোসেন লাল্টু, মোঃ মঞ্জুর হোসেন মিলন, মোঃ তাইফুর রহমান কচি, হোসনেআরা বেবী,  টরকী বনিক সমিতির সাধারন সম্পাদক ও বিএনপি নেতা মোঃ বদিউজ্জামান চঞ্চল, বাটাজোর ব্যবসায়ী সমিতির সভাপতি ও বিএনপি নেতা আকতার হোসেন বাবুল, জেলা যুবদল নেতা মাসুদ হাসান মিঠু, এম, এ গফুর, মোঃ মাসুম হাওলাদার, সাবেক পৌর কাউন্সিলর ও বিএনপি নেতা মোঃ আলাউদ্দিন, মোঃ নাসির সরদার, মোঃ আবু বকর, দুলাল আকন, আমজাদ হোসেন ঝিন্টু, মশিউর রহমান লিটন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাফর খান, উপজেলা কৃষক দলের আহবায়ক আবুল কালাম হাওলাদার, পৌর ছাত্রদলের সভাপতি মোঃ রাসেল হাওলাদার, কলেজ ছাত্রদল নেতা মোঃ আলী প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চলনা করেন জেলা যুবদলের সাবেক সভাপতি মোঃ মোল্লা মাহফুজ, আগৈলঝাড়া যুবদল নেতা মোঃ হেমায়েত হোসেন, গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মোঃ রুবেল গোমস্তা প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com