শুক্রবার, ০৬:০৪ অপরাহ্ন, ১৬ মে ২০২৫, ২রা জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

চাঁদা না পেয়ে গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে গেলেন ছাত্রদল ও যুবদল নেতা!

সময়ের কন্ঠ ধ্বনি ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ১৭ বার পঠিত

চট্টগ্রামে চাঁদা না পেয়ে এক গার্মেন্টস কর্মকর্তাকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে ছাত্রদল ও যুবদলের দুই নেতার বিরুদ্ধে।গতকাল শনিবার রাত ১০টার দিকে নগরীর চান্দগাঁও থানার বিসিক শিল্প এলাকার আজিম গ্রুপের কারখানার সামনে এ ঘটনা ঘটে। পরে রাত সাড়ে ১০টার দিকে খবর পেয়ে পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান অপহরণকারীরা।

ভুক্তভোগী শফিউল আলম আজিম গ্রুপ গার্মেন্টেসের সিনিয়র সুপার ভাইজার। এ ঘটনায় চান্দগাঁও থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।

অভিযুক্তরা হলেন চান্দগাঁও থানা যুবদল নেতা মো. সোহেল ও থানা ছাত্রদলের আহ্বায়ক আলফাজ। তাদের দুইজনের নেতৃত্বে ৪-৫ জন দুর্বৃত্ত শফিউলকে তুলে নিয়ে যান। অভিযুক্তরা চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ানের অনুসারী বলে জানা গেছে।

এ ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলমকে শোকজ করা হয়েছে।  চাঁদা দাবির বিষয়টি নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়ায় তাকে শোকজ করে সংগঠনটি।

মামলার অভিযোগে ভুক্তভোগী বলেন, ‘‌গতকাল শনিবার রাত ১০টার দিকে ছুটি শেষে বাসায় যাওয়ার পথে রাস্তার ওপর থেকে সোহেলের নেতৃত্বে অজ্ঞাতনামা ৩-৪ জন আমাকে টেনে হিঁচড়ে সিএনজি অটোরিকশায় উঠায়।  সেখান থেকে চান্দগাঁও থানাধীন সিএন্ডবি টেকবাজার রেল লাইনের সামনে নামিয়ে একটি অন্ধকারাচ্ছন্ন জায়গা নিয়ে যায়। একপর্যায়ে তারা আমাকে মারধর ও ভয়-ভীতি প্রদান করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে বিষয়টি মোবাইল ফোনে আমার পরিবারকে জানায়। পরিবারের চান্দগাঁও থানায় অবহিত করলে পুলিশ আমাকে উদ্ধার করে। এর আগে অপহরণকারীরা পুলিশের অবস্থান টের পেরে কয়েকটি ব্যাংক স্ট্যাম্পে জোরপূর্বক আমার স্বাক্ষর নিয়ে পালিয়ে যায়।’

ভুক্তভোগীর ছেলে সাংবাদিক আমজাদ হোসাইন বলেন, ‘বাবা একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। চাঁদার জন্য গতকালে রাতে তাকে তুলে নিয়ে যায়। একটি ভুয়া অভিযোগে কয়েকদিন ধরে তাকে বিরক্ত করছিল যুবদল নেতা সোহেল ও ছাত্রদল নেতা আলফাজ। এ বিষয়ে দুদিন আগে কেন্দ্রীয় ও মহানগর ছাত্রদল নেতাদের জানালেও কোনো কাজ হয়নি। শনিবার রাতে তারা বাবাকে তুলে নিয়ে চাঁদা দাবি করেন। এর আগেও একবার তুলে নিয়ে দেড় লাখ টাকা দাবি করেছিল তারা।’

তিনি আরও বলেন, ‘অপহরণের বিষয়টি জানতে পেরে গতকাল রাতেই চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি নেতা আবু সুফিয়ান ও ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির আমাকে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।’

বিএনপি নেতা আবু সুফিয়ান বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ প্রশাসনকে অবহিত করেছি। বিএনপির নাম ব্যবহার করে অনেকে অপকর্ম করছে। আমি এবং আমার দল স্পষ্ট অবস্থান-অপরাধীরদের ঠাঁই বিএনপিতে হবে না।’

চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি সাইফুল আলম বলেন, ‘আমি প্রাথমিকভাবে পুলিশ ও স্থানীয়ভাবে খবর নিয়ে ছাত্রদলের নেতা আলফাজের কোনো সম্পৃক্ততা পায়নি। এরপরও এটি অধিকতর তদন্ত করছি। আলফাজের সঙ্গে কথা হলে আলফাজ জানিয়েছেন, তার সংশ্লিষ্টতা নাই, যদি সংশ্লিষ্টতা পান তাহলে বহিস্কার করা হোক তাকে। তবে তদন্তে প্রমাণ পেলে আমরা তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।’

চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফতাব উদ্দিন আমাদের সময়কে বলেন, ‘গতকাল রাতে অভিযান চালিয়ে ভুক্তভোগীকে উদ্ধার করেছি। পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্ধকারের মধ্যে অপরাধীরা পালিয়ে যায়। এ ঘটনায় সোহেল নামে একজনের নামে মামলা হয়েছে। তাকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com