মঙ্গলবার, ১২:০২ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৫, ৪ঠা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
জাবি ছাত্রলীগের ২৮৯ নেতাকর্মী বহিষ্কার, সাময়িক বরখাস্ত ৯ শিক্ষক মার্কিন পররাষ্ট্র দপ্তরের ব্রিফিংয়ে বাংলাদেশ প্রসঙ্গ, যা বললেন মুখপাত্র মধ্যরাতে যশোরে নিজ বাড়ির সামনে যুবককে গুলি করে হত্যা উরুগুয়ে-ব্রাজিল ম্যাচে ছিটকে গেছেন মেসি হাসপাতালের বিলবোর্ডে হঠাৎ ভেসে উঠল ‘আওয়ামী লীগ আবার ফিরবে’ গাজাজুড়ে ফের ইসরায়েলের ভয়াবহ হামলা, নিহত ২০০ সিআইডির প্রধান হিসেবে দায়িত্ব নিলেন গাজী জসীম ডিআইজি মোল্যা নজরুল ও এসপি মান্নান বরখাস্ত নতুন বাংলাদেশ গড়তে পুলিশ বাহিনীকে কার্যকর ভূমিকা রাখতে হবে : প্রধান উপদেষ্টা শেখ মুজিবের জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

গুলি করে হত্যা : সাভারে শেখ হাসিনাসহ ১৬৮ জনের নামে মামলা

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ মার্চ, ২০২৫
  • ১০ বার পঠিত

সাভারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আল আমিন (২১) নামে এক আন্দোলনকারীকে গুলি করে হত্যার অভিযোগে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাসহ ১৬৮ জনের বিরুদ্ধে সাভার মডেল থানায় হত্যা মামলা দায়ের করা হয়েছে।

নিহতের বন্ধু পরিচয়ে সাভারের বক্তারপুরের বাসিন্দা হারুন হোসেন নামে এক ব্যক্তি গতকাল সোমবার সকালে মামলাটি (নং-৪) দায়ের করেন।

আল আমিন কুমিল্লা জেলার বরুড়া থানার দৌলতপুর গ্রামের বাবুল মিয়ার ছেলে।মামলার বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জুয়েল মিঞা।

তিনি জানান, মামলায় আসামিদের বিরুদ্ধে একই উদ্দেশ্যে পরস্পরের যোগসাজশে দাঙ্গা, হাঙ্গামা, মারধর, গুলিবর্ষণ করে হত্যা, হত্যার হুকুম এবং প্ররোচনা দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারে বলা হয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত বছরের ১৯ জুলাই বিকেল ৩টার দিকে সাভারের রেডিও কলোনী শ্যামলী বাস কাউন্টারের সামনে গুলিবিদ্ধ হন আল আমিন।তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। পরবর্তীতে তার মৃতদেহ কুমিল্লা জেলাধীন বরুড়া থানা অন্তর্গত দৌলতপুর সাকিনে তার গ্রামের বাড়িতে দাফন করা হয়।

মামলার এজারভুক্ত আসামিদের মধ্যে রয়েছেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, ডামী ইলেকশনে সাভারে স্বতন্ত্রের প্রার্থী হিসেবে নির্বাচিত সাবেক সংসদ সদস্য ও আশুলিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুহাম্মদ সাইফুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সাভার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, তার একান্ত সহকারী রাজু আহম্মেদ, ভাই ঢাকা জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফখরুল আলম সমর, শ্যালক মাজহারুল ইসলাম রুবেল, সাভার উপজেলা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান আতিক,সাভার পৌরসভার সাবেক মেয়র ও সাভার পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল গনি, তার ছেলে আশুলিয়া থানা আওয়ামী লীগের সভাপতি ফারুক হাসান তুহিন, মেহেদী হাসান তুষার, সাভার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সোহেল রানা, বিরুলিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাইদুর রহমান সুজন ‌প্রমুখ‌।

মামলাটি তদন্তের ভার ন্যস্ত করা হয়েছে সাভার মডেল থানার উপ-পরিদর্শক মো. মনিরুজ্জামানকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com