ছাত্রদের নতুন দলের আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে ক্ষোভ প্রকাশ করলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে প্রথম শহীদ আবু সাঈদের ভাই আবু হোসেন।
গতকাল শুক্রবার সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়ে তিনি মনের দুঃখের কথা প্রকাশ করেন।
জানা গেছে, জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের উদ্যোগে দেশে নতুন রাজনৈতিক দল ‘জাতীয় নাগরিক পার্টির’ আত্মপ্রকাশ ঘটেছে। ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউয়ে নতুন এ দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দেন দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও জুলাই বিপ্লবের শহীদ পরিবারের সদস্যরা।
আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিতে শহীদ আবু সাঈদের পরিবারকেও ডাকা হয়। উপস্থিত হওয়ার পর তাদের খোঁজখবর নেওয়া হয়নি- এমন অভিযোগে ক্ষোভ জানিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন আবু সাঈদের ভাই আবু হোসেন।
পোস্টে তিনি বলেন, ‘মনে অনেক দুঃখ ব্যথা নিয়ে পোস্ট করতে বাধ্য হলাম। সকল শহীদদের প্রতি সম্মান রেখে বলছি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ অনুষ্ঠানে অন্য শহীদ ফ্যামিলিদের মাধ্যমে আমন্ত্রিত হয়েছি। তাদের কারো সময় হয়নি আমাদের ফ্যামিলিকে আমন্ত্রণ জানানোর এবং অনুষ্ঠানে উপস্থিত হওয়ার পর কাউকে খোঁজখবর নেয়নি অথচ অন্যান্য শহীদ ফ্যামিলিদের কে নিয়ে টানাটানি।’
তিনি আরও বলেন, ‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলেন প্রথম শহীদ আবু সাঈদ। যার আত্মত্যাগের কারণে কোটা সংস্কার আন্দোলনে গণঅভ্যুত্থানে রূপ নেয়। তৈরি হয় নতুন বাংলাদেশ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কয়জন সমন্বয়ক শহীদ আবু সাঈদের ফ্যামিলির খোঁজ নিয়েছে। অথচ অনেক সাধারণ মানুষ এবং অনেক রাজনৈতিক দলের ব্যক্তিবর্গ আমাদের খোঁজ নিয়েছে। এখনও এই অবস্থা ভবিষ্যৎতের কথাবাদ দিলাম। যাই হোক নতুন রাজনৈতিক দলের সফলতা কামনা করছি।’