ওয়ানডে ক্রিকেটে ফের রং ফিরছে। ৮ দলের চ্যাম্পিয়ন ট্রফি নিয়ে আজ বুধবার পর্দা উঠতে যাচ্ছে আসরটির। মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি ২০১৭’র পর আবারও মাঠে গড়ানোর অপেক্ষা।
আসরের আয়োজক ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান দীর্ঘ ২৯ বছর পর কোনো বৈশ্বিক টুর্নামেন্টের স্বাগতিক। যেখানে উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে তারা।
এ ম্যাচের আগে পাকিস্তানের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান বলেছেন, ‘দীর্ঘসময় পর এতবড় টুর্নামেন্ট আমাদের মাটিতে। তবে ওসব নিয়ে ভেবে চাপ বাড়াতে চাই না। স্রেফ উপভোগ করতে চাই। সিনিয়ররা আলাদা দায়িত্ব নিতে চাই। তবে এই দলে পনের জনই অধিনায়ক। সবাই তাদের কাজটা জানেন।’
দলনেতা প্রথম ম্যাচের পাকিস্তান একাদশ নিয়েও খুব একটা পরীক্ষা-নিরীক্ষার ইঙ্গিত দিলেন না দলটির। তিন সিমারের সঙ্গী দুই স্পিনার। ইনজুরির শঙ্কা কাটিয়ে ফুলফিট হারিস রউফ, হাসি ফুটেছে রিজওয়ানের মুখে। ওপেনিংয়ে বাবরেই বাজি তার।
রিজওয়ান বলেন, ‘পড়শু হারিস ৬০ শতাংশ ফিট ছিলো, গতকাল ৮০ পারসেন্ট আর আজ শতভাগ। তাকে নিয়ে কোনো দুশ্চিন্তা নেই। এখন পর্যন্ত বাবরকে দিয়েই আমাদের ওপেনিং করানোর পরিকল্পনা আছে। তবে ম্যাচের আগে সিদ্ধান্ত নেব।’
এদিকে নিউজিল্যান্ড শিবিরে শঙ্কা আছে। ম্যাচ ডে’র ঠিক একদিন আগে পায়ের চোটে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। তার পরিবর্তে কাই জেমিসনকে দলে টেনেছে ব্ল্যাকক্যাপসরা। টুর্নামেন্ট শুরুর আগে ত্রিদেশীয় সিরিজের শিরোপা জয় বাড়তি আত্মবিশ্বাসী করছে তাদের। কিউরাও একাদশ সাজাতে পারে তিন পেসার নিয়ে।
ওয়ানডেতে দু’দলের এর আগের ১১৮ সাক্ষাতে পাকিস্তানের ৬১ জয়ের বিপরীতে ৫৩ ম্যাচ জিতেছে ব্ল্যাকক্যাপসরা। নিউজিল্যান্ডের জয় আছে সবশেষ দুই ম্যাচেও।