লা লিগার ম্যাচে রায়ো ভ্যালেকানোকে ১-০ গোলে হারিয়েছে বার্সেলোনা। এই জয়ে এক সপ্তাহের ব্যবধানে পয়েন্ট টেবিলের শীর্ষ তিন স্থান ওলট-পালট হয়ে গেছে। এর ফলে অ্যাতলেটিকো মাদ্রিদ ও রিয়াল মাদ্রিদকে পেছনে ফেলে পয়েন্ট টেবিলের চূড়ায় উঠে গেছে বার্সেলোনা।
গতকাল সোমবার রাতে অলিম্পিক স্টেডিয়ামে আয়োজিত ম্যাচে পুরোটা সময়ই আক্রমণে আধিপত্য দেখিয়েছে বার্সেলোনা। তবে বেশিভাগ সুযোগই কাজে লাগাতে পারেনি তারা।
এদিন একটির বেশি গোল করতে না পারলেও ম্যাচে পরিষ্কার ফেবারিট ছিল কাতালানরাই। ম্যাচজুড়ে ৬০ শতাংশ সময় বলের দখল রেখে গোলের উদ্দেশে মোট ১৪টি শট নিয়ে তার পাঁচটি লক্ষ্যে রাখে হান্সি ফ্লিকের শিষ্যরা। অপরদিকে, রায়োর আটটি শটের চারটি লক্ষ্যে ছিল।
প্রথমার্ধে পেনাল্টি থেকে রবার্ট লেভানডোভস্কির গোল গড়ে দিয়েছে ব্যবধান। ২৩তম মিনিটে রাফিনিয়া ভালো এক সুযোগ পেয়েছিলেন গোলের জন্য। তার নেওয়া শট ঠেকিয়ে দেন ভ্যালেকানো গোলরক্ষক।
তবে গোল পেতে বেশি অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ২৮তম মিনিটে পেনাল্টি পায় বার্সেলোনা। পেনাল্টি থেকে গোল করে দলকে লিড এনে দেন লেভানডোভস্কি। চলতি মৌসুমে লিগে সর্বোচ্চ গোলস্কোরার লেভা ২৩ ম্যাচে করেছেন ২০ গোল।
দ্বিতীয় হাফেও গোলে একাধিক সুযোগ তৈরি করে বার্সেলোনা। তবে গোল করতে ব্যর্থ হয় লেভা-রাফিনিয়ারা। শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে তারা।
২৪ ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে থেকে টেবিলের শীর্ষে বার্সেলোনা। সমান ম্যাচে সমান পয়েন্ট থাকা সত্ত্বেও গোল ব্যবধানে পিছিয়ে থাকার কারণে দুইয়ে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ২৪ ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তিনে অ্যাতলেটিকো।