‘আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য নিয়ে যাচ্ছি। …এখানে যে আটটা দল আছে, সবাই চ্যাম্পিয়ন হওয়ার যোগ্য। এই আটটা কোয়ালিটি দল। আমি বিশ্বাস করি আমাদের দলের এই সক্ষমতা আছে।’-গতকাল এমনটিই চ্যাম্পিয়নস ট্রফিকে সামনে রেখে এমনটিই বলেছিলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
সেই লক্ষ্যে আজ বৃহস্পতিবার রাতে দেশ ছাড়বেন টাইগার ক্রিকেটাররা। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দর থেকে সরাসরি সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।
এই আসরে মোট ৪টি ওয়ার্মআপ ম্যাচ রেখেছে আইসিসি। এই চার ম্যাচে বাংলাদেশ, আফগানিস্তান, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার সঙ্গে খেলবে ‘শাহিনস’ নামে গড়া পাকিস্তানের তিনটি দল। ১৭ ফেব্রুয়ারি দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি মাঠে বাংলাদেশের প্রতিপক্ষ পাকিস্তান শাহিনস।
বাংলাদেশ চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে ‘এ’ গ্রুপে। এই গ্রুপে বাংলাদেশের সঙ্গে আরও আছে ভারত, পাকিস্তান ও নিউজিল্যান্ড। ২০ তারিখে ভারতের বিপক্ষে ম্যাচের পর ২৪ তারিখে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ২৭ তারিখ স্বাগতিক পাকিস্তানের বিপক্ষে খেলবে নাজমুল হোসেন শান্তর দল।