মঙ্গলবার, ০৯:৫৭ অপরাহ্ন, ২৫ নভেম্বর ২০২৫, ১০ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

খালেদা জিয়ার শারীরিক সবশেষ অবস্থা জানালেন চিকিৎসক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫
  • ৫ বার পঠিত

রাজধানীর এভারকেয়ার হাসপাতলে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসক। তিনি এখন হাসপাতালের কেবিনে রয়েছেন। পূর্ণ সুস্থতার জন্য সময় প্রয়োজন।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদার কালবেলাকে বলেন, ম্যাডাম এখনো কেবিনে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

বিএনপি চেয়ারপারসনের মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক এফ এম সিদ্দিকী জানিয়েছেন, খালেদা জিয়ার ফুসফুসে ইনফেকশন হওয়ায় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা চলছে। এ ছাড়া মেডিকেল বোর্ডের অপর সদস্য ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বিএনপি চেয়ারপারসনের সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

বিএনপি সূত্র জানায়, লন্ডন থেকে খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমান শারীরিক অবস্থার সার্বক্ষণিক খোঁজখবর রাখছেন। এ ছাড়া ঢাকায় খালেদা জিয়ার পাশেই আছেন ছোট ছেলে মরহুম আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিঁথি।

এর আগে গত রোববার হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে রাত ৮টার দিকে জরুরি ভিত্তিতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছে।

এদিকে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিভিন্ন স্থানে দোয়া মাহফিল করেছেন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তার অনুসারীরা।

দোয়া মাহফিল

অসুস্থ ও চিকিৎসাধীন খালেদা জিয়ার সুস্থতায় ঢাকায় দোয়া মাহফিল করেছে বিএনপির নেতাকর্মীরা। মঙ্গলবার সকালে নয়াপল্টনে ভাসানী ভবনে জিয়া মঞ্চ এবং বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে বিএনপিসহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। বেলা সাড়ে ১১টায় জিয়া মঞ্চের আয়োজনে বিএনপি চেয়ারপারসনের আশু রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিলে অংশ নেন বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু।

তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়ে বলেন, আজ এখানে আমরা দোয়া চাইতে এসেছি মহান আল্লাহ যেন বেগম খালেদা জিয়াকে বাঁচিয়ে রাখেন। তাহলে আমরা বেঁচে থাকব। আমরা মনে করি, বেগম জিয়া বেঁচে থাকলে বাংলাদেশ বেঁচে থাকবে। বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে তা থেকে মুক্তি পেতে হলে জাতীয়তাবাদী শক্তির এখন ঐক্যের প্রয়োজন। এই ঐক্যের প্রতীক হচ্ছেন বেগম খালেদা জিয়া। আসুন তার জন্য আমরা সবাই মহান রাব্বুল আলামিনের দরবারে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তিনি যেন আমাদের মাঝে আগের মতো কাজ করতে পারেন, আমাদের জাতীয়বাদী রাজনীতির প্রেরণার উৎস তিনি।

এ ছাড়া আজ বাদ আসর বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স পার্টি অফিসে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভুইয়া মিল্টন।

জাতীয়তাবাদী মহিলা দলের উদ্যোগে কাল বুধবার বেলা ১১টায় ভাসানী ভবনে হবে দোয়া মাহফিল। বিএনপির কেন্দ্রীয় দপ্তর জানায়, সারা দেশে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দলের চেয়ারপারসনের আশু সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com