জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুরে বরিশালের গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের নাজিরপুর শংকরপাশা গ্রামে প্রতিপক্ষের হামলায় একই পরিবারের মা, ছেলে এবং মেয়েসহ কমপক্ষে ৫জন আহত হয়েছে। গুরুতর আহত ৪জনকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী ও আহতদের সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে মঙ্গলবার দুপুর ১২টার দিকে ওই গ্রামের প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী মনির খলিফা ও তার ৮-৯ জন সহযোগী মিলে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে মঙ্গলবার দুপুর ১২টার দিকে প্রতিপক্ষ রাসেল খলিফার পরিবারের সদস্যদের ওপর অতর্কিতে হামলা চালায়। এতে রাসেল খলিফা (২৯), তার মা রাশিদা বেগম (৫০), ছোট ভাই কলেজ ছাত্র ইমরান খলিফা (২১), ছোট ২বোন নাদিয়া আক্তার (২৬), সাবিনা আক্তার (১৮) এর শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হয়।
গুরুতর আহত অবস্থায় রাশিদা বেগম (৫০), ইমরান খলিফা (২১), নাদিয়া আক্তার (২৬), সাবিনা আক্তার (১৮) কে মঙ্গলবার দুপুর ২টার দিকে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
রাসেল খলিফার ছোট ভাই গুরুতর আহত কলেজ ছাত্র ইমরান খলিফা জানান, তার বড় বোন আহত নাদিয়া আক্তার(২৬)কে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষরা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী এ হামলার ঘটনাটি ঘটিয়েছে। আমরা বুঝে উঠতে না পারায় একতরফা ভাবে ওদের হাতে মার খেয়েছি। আমরা হামলাকারীদের বিরুদ্ধে থানায় মামলা করব। হামলাকারী মনির খলিফা বিগত আওয়ামী লীগ সরকারের আমলে আমাদেরকে নানাভাবে অত্যাচার নির্যাতন করেছে। সে এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী। প্রশাসনের কাছে তার কঠোর বিচার দাবি করছি। হামলার অভিযোগ মাদক ব্যবসায় জড়িত থাকার কথা অস্বীকার করে অভিযুক্ত মনের খলিফা বলেন, আমি হামলা করিনি বরং ওরাই আমার উপরে হামলা করেছে। রাসেল ও ইমরান খলিফার মা আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। আমি প্রতিবাদ করায় ওর মা ছেলে-মেয়ে একত্রিত হয়ে সে আমার উপর অতর্কিতে হামলা চালায়। ঠেকাতে গিয়ে আমার এক চাচার মাথা ফেটে রক্তাক্ত জখম হয়েছে। তাকেও গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ ভর্তি করা হয়েছে।
গৌরনদী মডেল থানার ওসি মোঃ তরিকুল ইসলাম মঙ্গলবার বিকেল ৩টার দিকে জানান, এই ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।