 
																
								
                                    
									
                                 
							
							 
                    প্রিয়ন্তি পোদ্দার সেরা দশ থেকে সেরা পাঁচের প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অধিকার করেছে।
নতুন কুড়ির আসরে সারা বাংলাদেশের মধ্যে বিশেষ প্রাপ্তির স্থানে আছেন অশেষ কৃপায় আর প্রিয়জন সকলের ভালোবাসায় শিক্ষা গুরু ওস্তাদদের আন্তরিক প্রচেষ্টায় , প্রিয়ন্তির বর্তমান সংগীতগুরু ওস্তাদ সাইফুল তানকার এবং প্রশান্ত কুমার দাসের ভালোবাসায় মা – বাবার আশীর্বাদে প্রিয়ন্তি পোদ্দার সেরা দশ থেকে সেরা পাঁচের প্রতিযোগিতায় রবীন্দ্রসংগীতে প্রথম স্থান অধিকার করেছে।
 সকলের ভালোবাসায় আজ এতদূর আসতে পেরেছে। ফাইনালের জন্য ওকে সবাই আশীর্বাদ করবেন।
সকলের ভালোবাসায় আজ এতদূর আসতে পেরেছে। ফাইনালের জন্য ওকে সবাই আশীর্বাদ করবেন।
মা-বাবা বোনের অক্লান্ত পরিশ্রমের ফলাফল এ ফলাফল চূড়ান্ত বিজয়ী হয়ে আসবে এ প্রত্যাশা আন্তরিকতা আশীর্বাদ রইলো আমার দাদুমনি প্রিয়ন্তি পোদ্দারের জন্য – গৌরনদী – বরিশাল – বাংলাদেশের মুখ উজ্জ্বল আলোকিত হবে । অবদান রেখেছেন গৌরনদী শিশু একাডেমি খুব অল্প বয়েস থেকে আমি এই গৌরনদী শিশু একাডেমি অন্যতম প্রতিষ্ঠাদের একজন ।
শুভেচ্ছান্তে —
লায়ন দিদার সরদার
Lion Didar Shardar
প্রতিষ্ঠাতা সম্পাদক সময়ের কণ্ঠধ্বনি
চেয়ারপার্সন হিউম্যান ফর হিউম্যানিটি ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন
হংকং – বাংলাদেশ ।