দীর্ঘ ৯ বছর সালমান খান ও অরিজিৎ সিংয়ের মধ্যে মুখ দেখাদেখি বন্ধ ছিল। ২০২৩ সালে এই বিরোধের অবসান ঘটে। তবে এটা নিয়ে কখনও কথা বলতে দেখা যায়নি সল্লু ভাইকে। এবার বিরোধ অবসানের কথা জানিয়ে নিজের ভুল স্বীকার করলেন অভিনেতা। রিয়েলিটি শো ‘বিগ বস’-এর ১৯তম আসরে বিষয়টি নিয়ে কথা বলেন সালমান। এতে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলেন গায়ক অরিজিৎ। সালমান বলেন, “অরিজিৎ আর আমি ভালো বন্ধু। ওটা একটা ভুল বোঝাবুঝি ছিল। আর সেটা আমার দিক থেকেই হয়েছিল। এরপর সে আমার জন্য গানও গেয়েছে। ‘টাইগার থ্রি’ সিনেমার জন্য গেয়েছে, এখন ‘ব্যাটল অব গালওয়ান’ সিনেমার জন্য গান করছে।”