বুধবার, ১০:৪৬ অপরাহ্ন, ২৭ অগাস্ট ২০২৫, ১২ই ভাদ্র, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
মধ্যপ্রাচ্যে ১৭, বাংলাদেশ ১৮ ফেব্রুয়ারি রোজা শুরু হতে পারে ‘জুলাই সনদ ও সংস্কার হলে ফেব্রুয়ারিতেই নির্বাচনের জন্য প্রস্তুত এনসিপি’ ন্যায্য সমাধান করা হবে, আন্দোলনের প্রয়োজন নেই: ফাওজুল কবির আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫ শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল ‘স্যার সময়মতো ক্লাসে আসেন না’ বলায় ৩৩ ছাত্রকে বেধড়ক পেটালেন শিক্ষক পলক-আনিসুল-সালমান-কামরুলসহ ৬ জন নতুন মামলায় গ্রেপ্তার সীমানা পুনর্নির্ধারণে ইসিতে শেষ দিনের শুনানি চলছে ১৮ হলের ১৩ পদে প্রার্থী তালিকা প্রকাশ অপকর্মের মাফিয়া ‘ব্যাডবয়’ আফ্রিদি

সিনেমার পর ওটিটিতেও নিশোর চমক

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০ বার পঠিত

প্রায় দুই বছর পর ওটিটি কনটেন্টে ফিরলেন জনপ্রিয় অভিনেতা আফরান নিশো। বড়পর্দায় সফল হওয়ার পর নিশোর এই ফেরা ওটিটি দর্শকদের কাছে বাড়তি আকর্ষণ হিসেবে ধরা দিচ্ছে। ‘আকা’ নামের একটি সিরিজের নাম ভূমিকায় দেখা যাবে তাকে। ৪ সেপ্টেম্বর এটি মুক্তি পাবে শুধু হইচইতে। ওটিটিতে ফেরা নিয়ে নিশো বলেন, ‘আমি সব সময় ভালো কাজ, ভালো প্রডাকশনের সঙ্গে থাকতে চাই। সেটা যে কোনো মাধ্যমেই হতে পারে। আমার জন্য গল্পটা ফ্যাক্ট। আর সেই সঙ্গে পরিচালক হিসেবে ভিকি থাকলে তো কোনো কথাই নেই। আর দুর্দান্ত একটা টিম। আকা এই সব ভালোর সমন্বয় ঘটিয়েছে।’ মুক্তির আগে সম্প্রতি প্রকাশ হয়েছে এই সিরিজের ট্রেলার। প্রকাশের পর থেকেই সামাজিক মাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। প্রায় সবাই মন্তব্য করছেন, নিশোকে নতুন আঙ্গিকে দেখে সিরিজটি দেখার অপেক্ষায় আমরা।

‘সময়টা ১৯৯৮-৯৯-এর দিকে। আকা একে একে সব অপরাধীকে খুন করছিল। কিন্তু হঠাৎ কী হলো জানি না, আকা হুট করে গায়েব হয়ে যায়।’ নারী কণ্ঠে এমন কথা দিয়েই ট্রেলারের শুরু। দুই মিনিটের ট্রেলারে দেখা গেছে নিশো আর মাসুমা নাবিলার মিষ্টি প্রেমের একটু মুহূর্ত। সেখানে নিশোকে বলতে শোনা যায়, ‘মানুষের দেহ মরে, প্রেম মরে না।’ এরপর খুনের দৃশ্যের সঙ্গে সঙ্গে এই অভিনেতার কণ্ঠ বলে যায়, ‘খুন করাও একটা শিল্প। মেরে ফেলার ক্ষমতা সৃষ্টি করার ক্ষমতার চাইতেও কোনো অংশে কম না।’ রহস্য, মানবিক সম্পর্কের টানাপড়েন এবং টানটান উত্তেজনায় ভরপুর এ সিরিজটি পরিচালনা করেছেন ভিকি জাহেদ। দর্শক এই গল্পে ভালোবাসা, প্রতিশোধ ও একাকিত্বের ভিন্ন রূপ খুঁজে পাবেন যা এক নতুন অভিজ্ঞতা তৈরি করবে বলে জানান পরিচালক। তিনি বলেন, ‘আমি এর আগে অনেক থ্রিলার নির্মাণ করেছি, কিন্তু এই প্রথম একটা সোশ্যাল থ্রিলার নির্মাণ করলাম। আকার মাধ্যমে আমি আসলে দর্শকদের সঙ্গে একটা এক্সপেরিমেন্ট করেছি। রিলিজের পর এক্সপেরিমেন্টের রেজাল্ট বুঝতে পারব।’

সিরিজে নাবিলাকে দেখা যাবে মেঘা চরিত্র। যিনি একজন দৃঢ়চেতা নারী। সাহসী, তেজী আর আত্মমর্যাদাবোধ সম্পন্ন। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর ক্ষমতা যার মধ্যে আছে। সিরিজটি নিয়ে নাবিলা বলেন, ‘ভিকি ভাইয়ের কাজের আমি ভীষণ ভক্ত। সাইকো থ্রিলার জনরায় তিনি এক্সিলেন্ট কাজ করছেন। আকা দুর্দান্ত একটা কাজ হয়েছে। আশা করছি, ট্রেলারটা দর্শক পছন্দ করবেন সেই সঙ্গে আমাদের কাজটাও।’ ট্রেলার প্রকাশের পর নিশো বলেন, ‘ট্রেলার মুক্তি পেল, কিছুদিন পর কনটেন্টটা আসবে। দর্শকের অনুরোধ থাকবে আপনাদের প্রতিক্রিয়া জানানোর জন্য। আমার চোখে ভিকি জাহিদ একজন সাইকোপ্যাথ। ও ভালো মানুষ কিন্তু দুষ্ট। এজন্যই আমাদের দুজনের তালমিল খুব ভালোমতো হয়। সত্যি বলছি ও একজন ক্রিয়েটিভ মানুষ এবং এ ধরনের গল্পে অনবদ্য। হইচই প্লাটফর্ম কে আমার সাধুবাদ এবং শুভকামনা।’

ট্রেইলার প্রকাশের আগে সিরিজের পরিচালক, শিল্পী, কলাকুশলীদের নিয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সোহেল চরিত্র করা ইমতিয়াজ বর্ষণ। তিনি বলেন, ‘হইচইকে ধন্যবাদ ব্যাক টু ব্যাক আমাকে অনেক ভালো ভালো গল্প দেওয়ার জন্য। এই কাজগুলো একেকটি এক্সপেরিমেন্ট ছিল। ভিকি জাহেদের প্রতিটি কাজের একটি সিগনেচার থাকে, একটা শেড থাকে। আমার খুব ইচ্ছে ছিল এই সিগনেচারের সঙ্গে পরিচিত হওয়ার। আমি কৃতজ্ঞ পরিচালক ও টিমের প্রতি।’ হইচই বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সাকিব আর খান বলেন, ‘পরিচালক একদম ভিন্ন রকমের গল্প বলেছেন এই সিরিজে। সেই সঙ্গে শিল্পীরা ছিলেন দুর্দান্ত। আমাদের বিশ্বাস, এই সিরিজ দর্শকদের কাছে শুধু বিনোদন নয়, বরং চিন্তার খোরাকও জোগাবে।’ সিরিজটিতে আরও দেখা যাবে জয়ন্ত চট্টোপাধ্যায়, আজিজুল হাকিম, একে আজাদ সেতু, তাজজি হাসান, শ্যামন্তি সৌমিসহ অনেক জনপ্রিয় মুখকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com