বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য অ্যাডভোকেট ফজলুর রহমান বলেছেন, ‘যারা ৫ আগস্ট ঘটাইছে তারা কালো শক্তি- এ কথা আমি বলিনি। যদি প্রমাণ হয়, তাহলে আমি ক্ষমা চাইব। মুক্তিযুদ্ধের বিষয়ে আপস করব না। মব বা মৃত্যুতে আমার ভয় নেই।’
আজ সোমবার দুপুরে বাংলাদেশ সুপ্রিম কোর্ট চত্বরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ফজলুর রহমান বলেন, ‘আমার বাসার সামনে ৭ থেকে ৮ জন ছেলে-মেয়ে স্লোগান দিচ্ছে। এদিকে ফ্রান্স থেকে দুই ইউটিউবার আমাকে হত্যার হুমকি দিচ্ছে। আমাকে হত্যা করতে চায়, সংবিধানে আমার বাঁচার অধিকার আছে। আমার কথায় কেউ যদি কষ্ট পেয়ে থাকেন তাহলে আমার বিরুদ্ধে মামলা করতে পারেন, আমাকে গ্রেপ্তার করতে পারেন, কিন্তু আমাকে হত্যা করার কথা বলছেন কেন? একজন মুক্তিযোদ্ধা হিসাবে কি আমার বাঁচার অধিকার নেই?’
বিএনপির পক্ষ থেকে দেওয়া কারণ দর্শানো নোটিশের (শোকজ) বিষয়ে দলের চেয়ারপারসনের এ উপদেষ্টা বলেন, ‘রবিবার রাত ৯টার দিকে আমি নোটিশ পেয়েছি। একজন বার্তাবাহক নোটিশ আমার বাসায় পৌঁছে দিয়ে গেছে। আমি সিদ্ধান্ত নিয়েছি নোটিশের জবাব দেওয়ার।’