বিশ্বের সবচেয়ে দয়ালু বিচারক হিসেবে পরিচিত মার্কিন নাগরিক ফ্র্যাঙ্ক ক্যাপ্রিও মারা গেছেন।তার বয়স হয়েছিল ৮৮ বছর। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
প্রতিবেদনে বলা হয়, গতকাল বুধবার ক্যান্সারের সঙ্গে দীর্ঘদিনের লড়াই শেষে ক্যাপ্রি মারা গেছেন বলে তার অফিসিয়াল সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে জানানো হয়েছে।
বিচারক থাকা অবস্থায় আদালতে অত্যন্ত দয়ালু আচরণ করতেন। ছোটখাটো ট্রাফিক আইন লঙ্ঘন বা সামান্য অপরাধের ক্ষেত্রে তিনি প্রায়ই জরিমানা মওকুফ করে দিতেন। তার এজলাসে ধারণ করা ‘কট ইন প্রভিডেন্স’ অনুষ্ঠানে তার রসবোধ ও মমত্ববোধ ফুটে উঠত।
গত সপ্তাহে একটি ভিডিও পোস্ট করে ক্যাপ্রিও বলেছিলেন, ‘আমাকে আপনাদের প্রার্থনায় রাখবেন।’