বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলেও আওয়ামী দোসরদের হাতে নির্যাতন ও হয়রানির শিকার হচ্ছেন বরিশালের গৌরনদীর বাসিন্দা ও সৌদি প্রবাসী শ্রমিক দল নেতা বিপ্লব হোসেন আজাদ। ওদের হয়রানীর হাত থেকে বাঁচতে গতকাল বুধবার দুপুরে তিনি একটি সংবাদ সম্মেলন করে স্থানীয় প্রশাসনসহ সরকারের কাছে নিজের নিরাপত্তা চেয়েছেন।
ওইদিন দুপুর ১২টায় বরিশালের গৌরনদী প্রেসক্লাবে ওই সংবাদ সম্মেলননটির আয়োজন করা হয়।
এতে লিখিত বক্তব্য দিতে গিয়ে সৌদি প্রবাসী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদ অভিযোগ করে বলেন, গত ৮ বছর আগে আমি আমার প্রতিবেশী শামসুল আলম মোল্লার এক ভাই ও এক বোনের কাছ থেকে তাদের পৈত্রিক সম্পত্তির দেড় ভাগ ক্রয় করেছি। এরপর থেকে শামসুল আলম মোল্লা ও তার অন্য ভাইয়েরা মিলে আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। লিখিত বক্তব্যে তিনি আরো বলেন, উপজেলার সাঁকোরকাঠি গ্রামে আমার প্রতিবেশী নারায়ণগঞ্জের আওয়ামী লীগ নেতা শামীম ওসমানের পিএস মান্না’র ইন্দনে এলাকার মামলাবাজ ওই সামসুল আলম মোল্লা এবং তার ছোট ভাই কামরুল আলম মোল্লা মিলে গত ২আগস্ট আমার নামে একটি মিথ্যা চাঁদাবাজি মামলা দায়ের করে। ওই সময় আমি বিমানবন্দরে ছিলাম । গত ১৫ আগস্ট সেনাবাহিনীর কাছে আরও একটি অভিযোগ করে। আমি তখন ঢাকাতে ছিলাম।
গত ১৭ আগস্ট বরিশাল আদালতে আমার নামে ১০৭ ধারায় আরও একটি মামলা করে। তখনো আমি ঢাকাতে ছিলাম।
ওই সমস্ত মামলাকে সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট ও হয়রানি মূলক উল্লেখ করে তিনি সাংবাদিকদের কাছে বলেন, গত ১৭ বছরের ফ্যাসিস্ট শাসন আমলে ওরা আমার নামে ৫টি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, গত ১৭ বছরে এলাকায় আসলে ওদের হাতে আমাকে নানা রকম অত্যাচার ও নির্যাতনের শিকার হতে হয়েছে।
দেশে ফিরে এসে কোন কোন সময় এয়ারপোর্ট থেকেই সৌদিতে ফিরে যেতে হয়েছে। ২০২৪ এর ৫ আগস্টে ফ্যাসিস্ট সরকারের পতনের পরে পরে আমি আমার ক্রয়কৃত জমির দখল বুঝে নিতে গেলে ওরা অস্ত্রধারী সন্ত্রাসীদের নিয়ে আমাদের উপর আক্রমণ করে। আমার ভাইয়ের বুকে পিস্তল ঠেকিয়ে আমাদেরকে জব্দ করে। তারা আমার বিরুদ্ধে জমি জবর দখলের মিথ্যা প্রচারণা চালায়। এর দ্বারা তারা আমার রাজনৈতিক ইমেজ ও সামাজিক মান-সম্মান ক্ষুন্ন করছে। আমি ওদের এই অত্যাচার নির্যাতনের বিচার চাই। আমি ওই আওয়ামী দোসরদের বিরুদ্ধে ১০ কোটি টাকার মান হানি মামলা করব। এ ব্যাপারে আমি সরকার প্রশাসন ও স্থানীয় সাংবাদিকদের সহযোগিতা চাই। তিনি চ্যালেঞ্জ দিয়ে সাংবাদিকদের বলেন, আমার কথা মিথ্যা হলে আপনারা যা খুশি আমার বিরুদ্ধে লিখবেন আমি কোন আপত্তি করব না। ##
ছবির ক্যাপশন-
গৌরনদীঃ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন সৌদি আরব প্রবাসী ব্যবসায়ী ও জাতীয়তাবাদী শ্রমিক দল সৌদি আরব পূর্বাঞ্চল কেন্দ্রীয় কমিটির সভাপতি বিপ্লব হোসেন আজাদ।