আগামীর নির্বাচন জুলাই সনদের ভিত্তিতে হতে হবে দাবি করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।’
আজ বুধবার রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
আবদুল্লাহ মো. তাহের বলেন, ‘জুলাই ঘোষণাপত্র অপূর্ণাঙ্গ। জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেনি সেখানে। তবে দাবি না মেনে নির্বাচন দিলে আন্দোলনে নামতে বাধ্য হবে জামায়াত।’
তিনি আরও বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন প্রধান উপদেষ্টার এমন ঘোষণাকে আমরা ইতিবাচক হিসেবে দেখছি, তবে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ করে নির্বাচনের ঘোষণা দিলে ভালো হতো। তাছাড়া নির্বাচনের উপযোগী পরিবেশ এখনো নিশ্চিত হয়নি।’
জুলাই ঘোষণাপত্র ও সনদের আইনি ভিত্তি এ অন্তর্বর্তীকালীন সরকারকেই দেবার দাবি জামায়াতের- এ কথা উল্লেখ করে তিনি বলেন, ‘জুলাই সনদের ভিত্তিতে নির্বাচনই জাতির আকাঙ্খা। তবে পিআর পদ্ধতি ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।’
সংস্কার, গণহত্যার বিচার ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা জামায়াতের বলেও জানান তিনি।