বৃহস্পতিবার, ০৪:৫৪ অপরাহ্ন, ১৭ জুলাই ২০২৫, ২রা শ্রাবণ, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভারতে বাংলায় কথা বললেই ‘বাংলাদেশি ট্যাগ’ দিয়ে গ্রেপ্তার, তৃণমূলের বিক্ষোভ

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ১ বার পঠিত

ভারতে বাংলা ভাষায় কথা বললেই ‘বাংলাদেশি’ তকমা দিয়ে গ্রেপ্তারের ঘটনা বেড়ে যাওয়ায় কলকাতায় প্রতিবাদে ফুঁসে উঠেছে তৃণমূল কংগ্রেস। বুধবার (১৬ জুলাই) রাজধানীর কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত বিক্ষোভ মিছিল করে দলটি। এতে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

নিউজ ১৮-এর খবরে বলা হয়, বিক্ষোভে অংশ নিতে প্রবল বৃষ্টি উপেক্ষা করে রাস্তায় নামেন হাজার হাজার তৃণমূল কর্মী-সমর্থক। মুখ্যমন্ত্রীর পাশাপাশি মিছিলে ছিলেন দলীয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিমসহ তৃণমূলের শীর্ষ নেতৃত্ব।

বিক্ষোভ মিছিলে মমতা  বন্দ্যোপাধ্যায়।

তৃণমূলের অভিযোগ, শুধু আসাম বা দিল্লি নয়- রাজস্থান, ওড়িশাসহ বিভিন্ন রাজ্যে বাংলা ভাষাভাষী নাগরিকদের ‘বাংলাদেশি’ বলে চিহ্নিত করে গ্রেপ্তার করা হচ্ছে, এমনকি অনেককে সীমান্ত পার করে পুশব্যাকও করা হয়েছে।

সাড়ে তিন কিলোমিটার দীর্ঘ পদযাত্রা শেষে ধর্মতলায় আয়োজিত সমাবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘বাংলা বললেই বাংলাদেশি বানিয়ে দিচ্ছে! অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিচ্ছে! এটা কি দেশের রাজনীতি?’

তিনি আরও বলেন, বিজেপি বিভাজনের রাজনীতি করছে। ভাষা ও পরিচয়ের ভিত্তিতে মানুষকে হেনস্তা করা হচ্ছে। তবে মানুষ তাদের জবাব দেবে, এবার ভোটে হারিয়ে বিজেপিকে আটক কেন্দ্রে পাঠাবে।

২১ জুলাই শহীদ দিবসের আগমুহূর্তে তৃণমূলের এই প্রতিবাদ কর্মসূচিকে রাজনৈতিক বিশ্লেষকরা গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে দেখছেন। ভাষা, পরিচয় ও নাগরিক অধিকারের প্রশ্নে রাজ্য সরকার যে সরব ও সোচ্চার ভূমিকা নিচ্ছে- এটি তারই ইঙ্গিত বলেও মনে করছেন অনেকেই।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com