মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে মুদ্রার অপরপিঠ দেখলেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।গ্লোবাল সুপার লিগে খেলতে নেমে বাংলাদেশের সাবেক এই অধিনায়ক আগেরদিন ব্যাটে-বলে ঝলক দেখিয়েছিলেন। কিন্তু পরের দিনেই দুই জায়গাতেই ব্যর্থ বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।
টুর্নামেন্টে প্রথম ম্যাচে ব্যাট হাতে ৫৮ রান আর বোলিংয়ে ৪ উইকেট শিকার করে দুবাই ক্যাপিটালসকে জিতিয়েছিলেন। পরের ম্যাচে তার ব্যাট-বল কোনোটাই হাসেনি, হেরেছে দলও।
গতকাল শুক্রবার রাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে সাকিবের দুবাই ক্যাপিটালস মুখোমুখি হয় বিগ ব্যাশের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হোবার্ট হারিকেন্সের। যেখানে টস হেরে আগে ব্যাট করতে নামা ক্যাপিটালস নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪১ রান তোলে। দলের পক্ষে গুলবাদিন নাইব সর্বোচ্চ ৩১ (২৭ বল) ও সেদিকউল্লাহ অটল ২৫ রান করেন। আর কেউই বলার মতো ইনিংস খেলতে না পারায় টেনেটুনে ১৪০ অতিক্রম করে দুবাই ক্যাপিটালস।
ম্যাচটিতে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমে সাকিব খেলেছেন ১০ বলে মাত্র ৭ রান করেন। মোহাম্মদ নবির বলে ছয় হাঁকিয়ে পরের বলেও একই প্রচেষ্টা ছিল সাকিবের। তবে এবার ব্যাটের কানায় লেগে উড়ে গিয়ে জ্যাক দোরানের হাতে ধরা পড়ে। এরপর দুবাই ক্যাপিটালস বোলিংয়ে আক্রমণটাও শুরু করে সাকিবকে দিয়ে। বেন ম্যাকডারমটের কাছে দুটি চারের বাউন্ডারিসহ ওই ওভারে তিনি দেন ১০ রান।
পরের তিন ওভারে সাকিব তো কোনো উইকেট পাননি, এর সঙ্গে রানের গতিও থামাতে পারেননি। ৪ ওভারে তিনি খরচ করেন ৩৪ রান। দুবাই ক্যাপিটালসকেও কেউ আর পথ দেখাতে পারেনি।
১৭ ওভারেই ৭ উইকেট হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় হোবার্ট হারিকেন্স। তাদের পক্ষে ম্যাকঅ্যালিস্টার রাইট সর্বোচ্চ ৫০ ও ম্যাকডারমট ৪৮ রান করেন।