বৃহস্পতিবার, ০২:৫২ অপরাহ্ন, ১৯ ডিসেম্বর ২০২৪, ৪ঠা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

গৌরনদীতে এইচপিভি টিকাদান কর্মসূচীর উপজেলা পর্যায়ের সমন্বয় সভা

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ৩৪ বার পঠিত

জরায়ু মুখের ক্যান্সার প্রতিরোধে দেশব্যাপী চলা ১০-থেকে ১৪ বছর বয়সের কিশোরীদের এইচপিভি টিকাদান কর্মসূচী সফল করার লক্ষে মঙ্গলবার বরিশালের গৌরনদীতে উপজেলা পর্যায়ের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মঙ্গলবার সকাল ১০টায় স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে এ সমন্বয় সভাটি অনুষ্ঠিত হয়। বিশ^ স্বাস্থ্য সংস্থা, ইউনিসেফ, গেভি এর সহযোগীতায় সরকারের স্বাস্থ্য মন্ত্রনালয় এইচপিভি টিকাদান কর্মসূচীর ওই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

গৌরনদী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডাঃ মোঃ মনিরুজ্জামান এর সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সমন্বয় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আব্দুল্লাহ খান।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল জলিল, গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান মনির, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ইসতিয়াক ইবনে বাহার, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাসলিমা বেগম, স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ প্লাবন হালদার, গৌরনদী ইপিআই প্রকল্পের মেডিকেল টেকনোলজিষ্ট মোঃ ফিরোজ আলম প্রমুখ। সরকারি কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেনী-পেশার মোট ১৫জন প্রতিনিধি সভটিতে অংশগ্রহন করেন।

সভায় জানানো হয়, আগামী ২৪ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত সময়ের মধ্যে গৌরনদী উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানের ৫ম থেকে ৯ম শ্রেনীর ছাত্রী এবং কোন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০-থেকে ১৪ বছর বয়সের কিশোরীদেরকে বিনামূল্যে এক ডোজ এইচপিভি টিকা দেয়া হবে। শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি ওয়ার্ড পর্যায়ে কেন্দ্র খুলে এ টিকা প্রদান করা হবে। টিকা পেতে আগ্রহী সবাইকে অনলাইনে নিবন্ধন করতে হবে। www.vaxepi.gov.bd ওয়েবসাইটে রেজিষ্ট্রেশনের মাধ্যমে টিকা গ্রহন করা যাবে। ছাত্রীদের নিবন্ধনের দায়িত্ব পালন করবেন তাদের স্ব স্ব বিদ্যালয় কর্তৃপক্ষ। পাশাপাশি কমিউনিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত নয় এমন ১০ থেকে ১৪ বছর বয়সী কিশোরীদের অথবা তাদের অভিভাবকদের কাছে তদারককারী ও মাঠকর্মী এবং ভ্যাকসিনেটরগণ এইচপিভি টিকাকার্ড বিতরণ করবেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com