অন্য ভাষায় :
রবিবার, ০৭:৪৫ অপরাহ্ন, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভারতে আশ্রয় চেয়েছেন গোতাবায়া!

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ১৬ জুলাই, ২০২২
  • ৬৩ বার পঠিত

বিদেশে পালিয়েও নিরাপদে থাকতে পারছেন না শ্রীলঙ্কার সদ্য সাবেক প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসে৷ এই মুহূর্তে সিঙ্গাপুরে আশ্রয় নিয়েছেন তিনি৷ যদিও রাজাপাকসেকে খুব বেশি দিন আশ্রয় দিতে রাজি নয় সিঙ্গাপুর সরকার৷ সিঙ্গাপুর থেকে তাকে অন্য কোথাও চলে যেতে হবে।

সূত্রের খবর, আশ্রয় চেয়ে ভারত সরকারের সাথেও যোগাযোগ করেছিলেন রাজাপাকসে৷ কিন্তু তার এই অনুরোধ ফিরিয়ে দিয়েছে ভারত৷ ওই সূত্রের মতে, শ্রীলঙ্কার মানুষের মধ্যে বিরূপ মনোভাব তৈরি হয়, এমন কিছু করতে রাজি নয় নয়াদিল্লি৷

৭৩ বছর বয়সী রাজাপাকসে গত বুধবার প্রথমে স্ত্রীকে নিয়ে মালদ্বীপে গিয়ে আশ্রয় নেন৷ সেখান থেকে সিঙ্গাপুরে পৌঁছন তিনি৷ কিন্তু সিঙ্গাপুর প্রশাসনের পক্ষ থেকে তাকে স্পষ্ট জানিয়ে দেয়া হয়েছে, ১৫ দিনের বেশি তিনি সে দেশে থাকার অনুমতি পাবেন না৷ ফলে ১৫ দিন পরে রাজাপাকসে কী করেন, সেটাই এখন দেখার৷

শুক্রবারই শ্রীলঙ্কার প্রেসিডেন্টের পদ থেকে আনুষ্ঠানিকভাবে ইস্তফা দেন রাজাপাকসে৷ তার ইস্তফার দাবিতে উত্তাল হয়ে উঠেছিল অর্থনৈতিক সঙ্কটে জেরবার শ্রীলঙ্কা৷ প্রাণভয়ে পালানোর পর প্রেসিডেন্টের প্রাসাদেরও দখল নেয় ক্ষুব্ধ জনতা৷

সিঙ্গাপুরের সরকারের মুখপাত্র অবশ্য জানিয়ে দিয়েছেন, ব্যক্তিগত সফরেই সে দেশে পৌঁছেছেন রাজাপাকসে৷ তিনি সিঙ্গাপুর সরকারের কাছে আশ্রয়ও চাননি বলে ওই মুখপাত্রের দাবি৷ শনিবার ফের শ্রীলঙ্কার পার্লামেন্ট বসার কথা৷ দেশের সংবিধান অনুযায়ী, প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রী দু’ জনেই ইস্তফা দিলে পার্লামেন্টের স্পিকার ৩০ দিনের জন্য অন্তর্বর্তী প্রেসিডেন্ট হিসেবে কাজ চালাবেন৷ এই ৩০ দিনের মধ্যে পার্লামেন্টের বর্তমান সদস্যদের মধ্যে থেকে নতুন প্রেসিডেন্টকে বেছে নেয়া হবে৷
সূত্র : নিউজ ১৮

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com