বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বর্তমান সরকারের এক বছর দুই মাসের শাসন এবং শেখ হাসিনার ১৫ বছরের শাসনের মধ্যে খুব বেশি পার্থক্য লক্ষ্য করা যায় না।
সম্প্রতি ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
রুমিন ফারহানা বলেন, “চৌদ্দ বা পনের বছরের সময়ে আমরা দেখেছি, একজন সাধারণ পিয়নও কোটি কোটি টাকার মালিক হয়েছেন। এই সরকারের বিভিন্ন উপদেষ্টার এপিএসের দুর্নীতির তথ্য প্রকাশ হলেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে শেখ হাসিনার আমলের নীতি এবং বর্তমান সরকারের আচরণ প্রায় একই রকম মনে হচ্ছে।”
তিনি আরও উল্লেখ করেন, উপদেষ্টারা যারা অ্যাপয়েন্টমেন্ট পেয়েছেন, তাদের সম্পদের হিসাব প্রকাশের কথা থাকলেও এ পর্যন্ত তা প্রকাশিত হয়নি।
“একজন দুজন হয়তো দিয়েছেন, তবে পুরো ক্যাবিনেটকে প্রতিফলিত করে না,” বলেন তিনি।
রুমিন ফারহানা উপদেষ্টাদের অনিয়মের উদাহরণ দিয়ে বলেন, “উপদেষ্টা পরিষদের একজনের বিরুদ্ধে একাধিক অভিযোগ এসেছে। অভিযোগগুলো তদন্ত হওয়ার কথা ছিল, কিন্তু তা হয়নি। অনেক ক্ষেত্রেই পিএস-এপিএসের মাধ্যমে দুর্নীতি সম্ভব হয়েছে উপদেষ্টাদের সম্মতি ছাড়া সম্ভব নয়।”
তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার পরিচালনার প্রসঙ্গে, “যারা খুব সংযমে সমালোচনা করেন, তাদের মতে প্রধান উপদেষ্টা নরম হাতে দেশ চালাচ্ছেন।
আর যারা সরাসরি সমালোচনা করেন, তাদের মতে তিনি দেশের বিষয়গুলোকে নির্লিপ্তভাবে দেখছেন। দেশের ভাগ্য সঙ্গে জড়িত বিষয়গুলোকে তিনি খেলাধুলার মতো গ্রহণ করছেন।”
রুমিন ফারহানা অভিযোগ করেন, প্রধান উপদেষ্টা দেশের চেয়ে বিদেশে থাকা ও বিদেশি গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়াকে বেশি স্বস্তিদায়ক মনে করেন। “আমাদের মতো সাধারণ মানুষের জন্য এর প্রভাব স্বস্তিদায়ক নয়,” মন্তব্য করেন তিনি।