শনিবার, ০৪:৩২ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২৫, ৯ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।

ভারতে যৌন হেনস্থার শিকার অস্ট্রেলিয়ার ২ নারী ক্রিকেটার

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ৪ বার পঠিত

ভারতের মাটিতে চলছে নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসর। যেখানে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে সবচেয়ে বেশিবারের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। তবে সেই দলের দুই নারী ক্রিকেটারের সঙ্গে ঘটেছে অনাকাঙ্ক্ষিত ঘটনা। যৌন হেনস্থার শিকার হয়েছেন ওই দুজন।

ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যের ইন্দোরে। টিম হোটেল র‌্যাডিসন ব্লু থেকে থেকে ক্যাফেতে যাওয়ার পথে বিব্রতকর এই অবস্থার মুখোমুখি হন তারা। ঘটনার সঙ্গে সঙ্গেই ওই নারী ক্রিকেটাররা এসওএস নোটিফিকেশন পাঠান। তথ্য পেয়ে নিরাপত্তা কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

অস্ট্রেলিয়ান দলের নিরাপত্তা ব্যবস্থাপক ড্যানি সিমন্স বৃহস্পতিবার সন্ধ্যায় থানায় অভিযোগ দায়ের করেন। অভিযোগের পর পুলিশ একটি এফআইআর দায়ের করে এবং ঘটনার সময় বাইকে থাকা অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করে।

স্থানীয় সাব-ইন্সপেক্টর নিধি রঘুবংশী জানিয়েছেন, দুই ক্রিকেটার তাদের হোটেল থেকে বেরিয়ে একটি ক্যাফের দিকে হেঁটে যাওয়ার সময় মোটরসাইকেলে করে একজন ব্যক্তি তাদের অনুসরণ করতে শুরু করে। অভিযোগ আছে, ওই ব্যক্তি নারী ক্রিকেটারদের অনুপযুক্তভাবে স্পর্শ করে এবং গাড়ি চালিয়ে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার পরপরই দুজন তাদের দলের নিরাপত্তা কর্মকর্তা ড্যানি সিমন্সের সাথে যোগাযোগ করেন। পরে সিমন্স স্থানীয় নিরাপত্তা যোগাযোগ কর্মকর্তাদের সাথে সমন্বয় করে সহায়তার জন্য একটি গাড়ি পাঠান।

তথ্য পেয়ে সহকারী পুলিশ কমিশনার হিমানী মিশ্র দুই খেলোয়াড়ের সাথে দেখা করেন, তাদের বক্তব্য রেকর্ড করেন এবং ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ধারা ৭৪ (একজন নারীর শালীনতা অবমাননা করার জন্য অপরাধমূলক বলপ্রয়োগ) এবং ধারা ৭৮ (অনুসরণ করা)-এর অধীনে এমআইজি থানায় একটি প্রাথমিক তথ্য প্রতিবেদন নথিভুক্ত করেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, একজন পথচারী সন্দেহভাজনের মোটরসাইকেল নম্বরটি নোট করেছিলেন। যার ভিত্তিতে অভিযুক্ত আকিল খানকে গ্রেপ্তার করা হয়। আকিলের বিরুদ্ধে এর আগেও ফৌজদারি মামলা হয়েছে এবং তদন্ত চলছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com