সোমবার, ০৮:২০ অপরাহ্ন, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
শেখ মুজিব পাকিস্তানের প্রধান মন্ত্রী হওয়ার জন্য দেন দরবার করেছেন তিনি আমাদের স্বাধীনতা চান নাই-এম. জহির উদ্দিন স্বপন উপজেলা মহিলা দলের সভাপতি হলেন ওবায়দুল কাদেরের ‘বান্ধবী’ চাঁদনী বিডিআর বিদ্রোহের ঘটনায় ৭ সদস্যের তদন্ত কমিশন গঠন সাবেক এমপি পোটন ৩ দিনের রিমান্ডে বছরখানেক সময় পেলে সংস্কার করে যাব : আসিফ নজরুল নতুন মামলায় সালমান-ইনু-আনিসুলসহ গ্রেফতার ৮ শেখ হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলার তদন্ত ৩ মাসের মধ্যে শেষ হবে বিডিআর বিদ্রোহের ঘটনায় তদন্ত কমিশন গঠন: স্বরাষ্ট্র উপদেষ্টা মেয়াদোত্তীর্ণ ভিসা নিয়ে দেশে ৩০ হাজার বিদেশি, অধিকাংশই ভারত-চীনের ২৯ ডিসেম্বর লন্ডন যাচ্ছেন খালেদা জিয়া

আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করলেন নবনির্বচিত গৌরনদী পৌর মেয়র আলাউদ্দিন ভূইয়া

গৌরনদী প্রতিনিধি :
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৫৩ বার পঠিত

বরিশালের গৌরনদী পৌরসভার নবনির্বচিত মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূইয়া সোমবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে তার দায়িত্বভার গ্রহন করেছেন। গত ২৬ জুন অনুষ্ঠিত ওই পৌরসভার মেয়র পদের উপ-নির্বাচনে তিনি বিপুল ভোটে বিজয়ী হন। সাবেক মেয়র মোঃ হারিছুর রহমান মেয়র পদ ছেড়ে উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করায় মেয়রের পদটি শুন্য হয়েছিল।
নবনির্বাচিত ওই মেয়রের ঘনিস্টজন ও পৌরসভা প্রশাসন সূত্রে জানা গেছে, নবনির্বচিত মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূইয়া সোমবার দুপুর ১২টার দিকে হাজারের অধিক নেতা-কর্মী পরিবেষ্টিত হয়ে ব্যান্ডপার্টিসহ মিছিল নিয়ে পৌর ভবন চত্বরে যান। এরপর তিনি সেখানে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। দুপুর সাড়ে ১২টার দিকে তিনি পৌর ভবন মিলনায়তনে পৌরসভা কাউন্সিলরদের সাথে পৌর পরিষদের এক সংক্ষিপ্ত সভায় মিলিত হন।
সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নব নির্বাচিত গৌরনদী উপজেলা চেয়ারম্যান মোঃ মনির হোসেন মিয়া। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য সাবেক গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, ধর্নাঢ্য ব্যবসায়ী ও বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আলহাজ¦ মোঃ এনায়েত করিম, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক বিশিষ্ট আওয়ামী লীগ নেতা মোঃ হাবিবুর রহমান, টানা তিনবারের রাষ্ট্রিয় স্বর্ন পদক প্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু।
দুপুর দেড়টার দিকে প্যানেল মেয়র-৩ ও পৌর কাউন্সিলর মোঃ ইখতিয়ার হোসেন হাওলাদারের কাছ থেকে নবনির্বচিত মেয়র আলহাজ¦ মোঃ আলাউদ্দিন ভূইয়া আনুষ্ঠানিকভাবে পৌর মেয়রের দায়িত্বভার গ্রহন করেন। ওই সভায় পৌর পরিষদের ১২ জন কাউন্সিলরের মধ্যে মধ্যে ৯জন কাউন্সিলর উপস্থিত ছিলেন। এ ছাড়া স্থানীয় আওয়ামী লীগ ও মহাজোটের নেতৃবৃন্দ, সাংবাদিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, কয়েকজন সাবেক কাউন্সিলর, শিক্ষক নেতৃবৃন্দ, সমাজ সেবকসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের গন্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
এর আগে রোববার বিকেল ৫টার দিকে নব-নির্বাচিত গৌরনদী পৌর মেয়র আলহাজ¦ আলাউদ্দিন ভূইয়া বরিশাল সার্কিট হাউজে আয়োজিত শপথ গ্রহন অনুষ্ঠানে মেয়র হিসেবে শপথ গ্রহন করেন। বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ শওকত আলী তাকে শপথ বাক্য পাঠ করান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com