শনিবার, ০৬:০৩ অপরাহ্ন, ১১ জানুয়ারী ২০২৫, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ , ই-পেপার
নোটিশ :
মানব সেবায় নিয়োজিত অলাভজনক সেবা প্রদানকারী সংবাদ তথ্য প্রতিষ্ঠান।
শিরোনাম :
নিউজিল্যান্ডকে হারিয়ে হোয়াইটওয়াশ এড়ালো শ্রীলঙ্কা রাজধানীতে ৩৪ চোরাই মোবাইলসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার হোয়াটসঅ্যাপে স্লিপ গ্রহণ করবে হাইকোর্ট বেঞ্চ সাম্প্রদায়িক হামলা বন্ধে জিরো টলারেন্স নীতিতে সরকার, গ্রেপ্তারের নির্দেশ যুক্তরাষ্ট্রে ভয়াবহ দাবানলের মধ্যেই চলছে লুটপাট, কারফিউ জারি অন্তঃসত্ত্বা সাংবাদিককেও হুমকির অভিযোগ টিউলিপের বিরুদ্ধে সিরিয়ায় আসাদের ‘বিশ্বস্ত’ কর্মকর্তার প্রকাশ্যে মৃত্যুদণ্ড এবি পার্টির চেয়ারম্যান মঞ্জু ও সম্পাদক ফুয়াদ মাদুরোকে গ্রেপ্তারে আড়াই কোটি ডলার পুরস্কার ঘোষণা যুক্তরাষ্ট্রের পঞ্চগড়ে তাপমাত্রা ৮ ডিগ্রির ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

ট্রাম্প হত্যাচেষ্টা : বাইডেন বললেন, আমরা সবাই আমেরিকান

সময়ের কণ্ঠধ্বনি ডেস্ক:
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুলাই, ২০২৪
  • ৩৪ বার পঠিত

যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হত্যা করার এক প্রচেষ্টার পর, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন রোববার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে এক ভাষণে বলেছেন, আমেরিকায় রাজনৈতিক সহিংসতার পথ নেয়া ‘কখনই উচিত হবে না।’

প্রেসিডেন্ট বাইডেন ভাষণের শুরুতে বলেন, ‘মনে রাখবেন, আমরা একে ওপরের সাথে দ্বিমত পোষণ করতে পারি, কিন্তু আমরা একে ওপরের শত্রু না। আমরা প্রতিবেশী, বন্ধু, সহকর্মী এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ, আমরা সবাই আমেরিকান।’

টেলিভিশনে প্রাইম টাইম ভাষণে বাইডেন বলেন, রাজনীতিতে আবেগ অনেক প্রবল হতে পারে, কিন্তু ‘আমাদের কখনোই সহিংসতার গহ্বরে পড়া উচিত হবে না।’

তিনি বলেন, শনিবার পেনসিলভানিয়ায় ডোনাল্ড ট্রাম্পকে গুলি করার ঘটনা সবাইকে আহ্বান জানায় একটু থামতে, এক পা পেছনে আসতে।

বাইডেনের কথার প্রতিধ্বনি করে ট্রাম্প জাতিকে ‘অশুভ শক্তির’ বিরুদ্ধে ‘শক্তভাবে দাঁড়ানোর”’ আহ্বান জানান। ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশালে এক বার্তায় বলেন, ‘আমরা ভয় পাবো না, বরং আমাদের বিশ্বাসের প্রতি অবিচল থাকবো এবং অশুভ চক্রের বিরুদ্ধে প্রতিবাদী থাকবো।’

বাইডেন দিনের আগে আরেকটি ভাষণে আমেরিকানদের অনুরোধ জানান, তারা যেন হত্যা প্রচেষ্টা সম্পর্কে হুট করে উপসংহার না টানেন, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনী তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে।

‘আমেরিকায় এ ধরনের সহিংসতার কোন স্থান নেই- কোনো ধরনের সহিংসতারই স্থান নেই,’ বাইডেন বলেন। ‘জাতি হিসেবে আমরা যা বিশ্বাস করি, একটি হত্যা প্রচেষ্টা তার সব কিছুর পরিপন্থি। জাতি হিসেবে আমরা সেটা না, এই কাজ আমেরিকান না, এবং আমরা এটা হতে দিতে পারি না।’

তিনি বলেন, ট্রাম্প ‘ভালো আছেন এবং সুস্থ হচ্ছেন’ এবং তিনি সিক্রেট সার্ভিসকে ‘সকল সক্ষমতা এবং নিরাপত্তামূলক ব্যবস্থা দিয়ে ট্রাম্পের নিরাপত্তা নিশ্চিত করার’ জন্য নির্দেশ দিয়েছেন।

ট্রাম্পের আহ্বান

ডোনাল্ড ট্রাম্প, তার জীবননাশের চেষ্টার পরে রোববার বলেন, এখন ‘আগের যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ’ দেশ যেন শক্তভাবে দাঁড়ায়, দৃঢ় প্রতিজ্ঞ এবং অশুভ শক্তিকে যেন জিততে না দেয়।

‘সবাইকে গতকাল তাদের সমবেদনা এবং প্রার্থনার জন্য ধন্যবাদ, একমাত্র ঈশ্বর অচিন্তনীয় ঘটনা ঘটা থেকে বিরত রেখেছেন,’ তিনি তার সামাজিক মাধ্যম প্লাটফর্ম ট্রুথ সোশালে লেখেন। ‘আমরা ভয় পাবো না, বরং আমাদের বিশ্বাসের প্রতি অবিচল থাকবো এবং অশুভ চক্রের বিরুদ্ধে প্রতিবাদী থাকবো।’

এই সপ্তাহে ট্রাম্প আনুষ্ঠানিকভাবে ৫ নভেম্বরের নির্বাচনে ডেমোক্র্যাটিক দলের প্রার্থী প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থী হিসেবে মনোনীত হবেন।

ট্রাম্প বলেন, বৃহস্পতিবার উইসকন্সিন রাজ্যের মিলওয়াকি শহরে রিপাবলিকান ন্যাশনাল কনভেনশন থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে আগ্রহের সাথে অপেক্ষা করছেন।

যুক্তরাষ্ট্রের প্রধান তদন্তকারী সংস্থা এফবিআই জানায়, তারা সন্দেহভাজন বন্দুকধারীকে শনাক্ত করেছে, তবে তিনি কেন শনিবার পেনসিলভানিয়ার বাটলার-এর নির্বাচনী সভায় ট্রাম্পকে হত্যার চেষ্টা করেন, তা এখনো পরিষ্কার নয়।

আইন প্রয়োগকারী এজেন্সি জানায় ২০-বছর বয়সি থমাস ম্যাথিউ ক্রুক্স গুলিবর্ষণের ঘটনায় ‘জড়িত ব্যক্তি’ তিনি পেনসিলভানিয়ার বেথেল পার্ক-এর বাসিন্দা। সমাবেশস্থলের বাইরে প্রত্যক্ষদর্শীরা বলে তারা পুলিশকে চিৎকার করে বলে একজন বন্দুকধারী কাছের এক ভবনের ছাদে উঠছে।

বন্দুকধারী কয়েকটা গুলি ছুঁড়তে সক্ষম হয়, সম্ভবত আটটি, একটি ট্রাম্পের ডান কানের উপড়ের অংশ ভেদ করে, একজন দর্শক নিহত হয় এবং আরো দুজন মারাত্মকভাবে আহত হয়। এর পর, একজন সিক্রেট সার্ভিস স্নাইপার সন্দেহভাজন বন্দুকধারীকে হত্যা করে। একটি এআর-১৫ আধা স্বয়ংক্রিয় রাইফেল তার মৃতদেহের পাশে পাওয়া যায়।

ঘটনাস্থলে প্রত্যক্ষদর্শীর বিবরণ

রিপাবলিকান ন্যাশনাল কনভেনশনে ট্রাম্পকে দলের প্রেসিডেন্ট প্রার্থী হিসেবে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেওয়ার আগে এই গুলি চালানোর ঘটনা ঘটল। ট্রাম্পের প্রচারণা শিবির ও রিপাবলিকান ন্যাশনাল কমিটি জানিয়েছে, ট্রাম্প সোমবার নির্ধারিত সূচি অনুযায়ী এই সমাবেশে যোগ দেবার অপেক্ষায় আছেন।

প্রত্যক্ষদর্শীদের বিবরণ ও অনলাইনে পোস্ট করা ভিডিও অনুযায়ী, গুলির কয়েক মুহূর্ত আগে বন্দুকধারীকে একটি রাইফেল হাতে হামাগুড়ি দিয়ে কাছের একটি ভবনের ছাদে উঠতে দেখা যায়। পুলিশের দৃষ্টি আকর্ষণের চেষ্টায় বেশ কয়েকজন পথচারীকে চিৎকার করতে শোনা যায় এবং পুলিশ পরে সন্দেহভাজনকে গুলি করে হত্যা করে।

এই ঘটনায় সিক্রেট সার্ভিসের ট্রাম্পকে দেওয়া নিরাপত্তার মাত্রা নিয়ে প্রশ্ন উঠেছে।

যুক্তরাষ্ট্রের শীর্ষ তদন্ত সংস্থা ফেডেরাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন (এফবিআই) জানায়, তারা তদন্তের মূল দায়িত্ব নিয়েছে।

সামাজিক মাধ্যমে ট্রাম্পের বার্তা

ট্রাম্প শনিবার (১৩ জুলাই) তার সামাজিক মাধ্যম সাইটে প্রকাশিত এক বিবৃতিতে সিক্রেট সার্ভিস এবং আইন শৃঙ্খলা বাহিনীকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানান।

‘সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ,’ ট্রাম্প বলেন, ‘যিনি সমাবেশে নিহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই, এবং যিনি আহত হয়েছেন তার পরিবারের প্রতি সমবেদনা জানাতে চাই। এটা অবিশ্বাস্য যে এরকম ঘটনা আমাদের দেশে ঘটতে পারে। বন্দুকধারী সম্পর্কে এই মুহূর্তে কিছু জানা নেই, যে মারা গেছে।’

‘আমাকে গুলি করা হয়েছিল, যে গুলি আমার ডান কানের উপরের অংশভেদ করে,’ ট্রাম্প বলেন। ‘আমি যখনি শব্দ শুনলাম, গুলি এবং টের পেলাম বুলেট আমার চামড়া ভেদ করছে, সাথে সাথে বুঝলাম এখানে কোনো গন্ডগোল আছে। অনেক রক্তপাত হয়েছে, কাজেই আমি তখন বুঝতে পেরেছি কী ঘটছিল। গড ব্লেস আমেরিকা!’

যেভাবে ঘটনা ঘটেছিল

ট্রাম্পের প্রচারণা টিম শনিবার এক বিবৃতিতে জানায়, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট পদ প্রার্থীকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হয়। ট্রাম্প নির্বাচনী সমাবেশ করতে গুরুত্বপূর্ণ পেনসিলভানিয়া রাজ্যের বাটলার শহরে গিয়েছিলেন।

‘প্রেসিডেন্ট ট্রাম্প এই জঘন্য ঘটনার সময় দ্রুত পদক্ষেপ নেয়ার জন্য আইন শৃঙ্খলা বাহিনী এবং যারা প্রথমে এগিয়ে এসেছিলেন, তাদের ধন্যবাদ জানান,’ মুখপাত্র স্টিভেন চাং এক বিবৃতিতে জানান। ‘তিনি ভালো আছেন এবং তাকে স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসা দেয়া হচ্ছে।’

সাবেক প্রেসিডেন্ট তার মুখের একদিকে হাত রেখে মাথা নিচু করার আগে সমবেত জনতা ছোট অস্ত্রের গুলির মতো কয়েকটি আওয়াজ শুনতে পায়। যুক্তরাষ্ট্র সিক্রেট সার্ভিস, যে সরকারি নিরাপত্তা বাহিনী প্রেসিডেন্ট এবং সাবেক প্রেসিডেন্টকে নিরাপত্তা দেয়, তাদের সদস্যরা সাথে সাথে ট্রাম্পকে ঘিরে ফেলে।

ট্রাম্পকে বলতে শোনা যায়, ‘আমার জুতা নিতে দাও।’ তারপর তিনি উঠে দাঁড়ান, সিক্রেট সার্ভিস এজেন্টরা তাকে শক্ত করে ঘিরে রাখে।

তারপর, তার ডান কান থেকে রক্ত পড়তে দেখা যায় এবং তিনি বার বার বলেন, ‘অপেক্ষা করো।’ এরপর তিনি তার ডান হাত উঁচু করে জনতার দিকে মুষ্টিবদ্ধ মুষ্টি উঠিয়ে একটি শব্দ তিনবার উচ্চারণ করেন। শব্দটি মনে হচ্ছিল, ‘ফাইট, ফাইট, ফাইট।’

সিক্রেট সার্ভিস তদন্ত

সিক্রেট সার্ভিস মুখপাত্র অ্যান্থনি জুলিয়েমি সামাজিক মাধ্যম এক্স-এ এক বিবৃতিতে বলেন, ‘সিক্রেট সার্ভিস নিরাপত্তা ব্যবস্থা প্রয়োগ করে এবং সাবেক প্রেসিডেন্ট নিরাপদ আছেন। এই ঘটনা এখন সিক্রেট সার্ভিসের একটি সক্রিয় তদন্ত এবং আরো তথ্য যখন পাওয়া যাবে তখন জানানো হবে।’
সূত্র : ভয়েস অব আমেরিকা

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 SomoyerKonthodhoni
Theme Dwonload From ThemesBazar.Com