দুই দিনের সম্মেলনে সারা বিশ্বের ১১৫ জন বক্তার মধ্যে রয়েছেন ড. মুহাম্মদ ইউনূস, তাওয়াক্কুল কারমান, সুজানা বি. আফনান, দৃক এর ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম, আলবুখারি ফাউন্ডেশন- মালয়েশিয়ার ট্রাস্টি শরিফাহ সোফিয়া আলবুখারি, চায়না ইউনাইটেড স্টেটস এক্সচেঞ্জ ফাউন্ডেশন প্রেসিডেন্ট জেমস চাউ, নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রফেসর আব্দুল হান্নান চৌধুরী, যুক্তরাষ্ট্র ভিত্তিক লেখক এলেক্স কাউন্টস, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক- এডিবির ভাইস প্রেসিডেন্ট ভারগাব দাশগুপ্ত, এনডব্লিউটিএফ এর নির্বাহী পরিচালক সুজেট ড. গ্যাস্টন, সেন্টার ফর মাস এডুকেশন ইন সাইন্স- বাংলাদেশের প্রতিষ্ঠাতা-চেয়ার মোহাম্মদ ইব্রাহীম, গ্রামীণ আমেরিকা- যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ও সিইও আন্দ্রিয়া জাং, সান মাইক্রোসিস্টেমস ভারত এর সহ-প্রতিষ্ঠাতা ভিনোদ খোসলা, ড্যানোন কমিউনিটিস- ফ্রান্স এর ব্যবস্থাপনা পরিচালক ভ্যালেরি ম্যাজন, ব্রতীর প্রতিষ্ঠাতা শারমিন এস মুরশিদ, ইউ থিংক- চায়নার প্রতিষ্ঠাতা এলেক্স ওয়াং, গ্রামীণ চায়নার সহ প্রতিষ্ঠাতা ঘাও ঝান, সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার তানিম হোসেইন শাওন প্রমুখ।
উল্লেখ্য, দুই দিনব্যাপী সামাজিক ব্যবসা সম্মেলনর পর ২৯ শে জুন একাডেমিয়া ডায়ালগ এবং থ্রি জিরো ক্লাব কনভেনশন অনুষ্ঠিত হবে।