পটুয়াখালীর বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে করোনা পরীক্ষা করার অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার দুপুরে বিষয়টি স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে আসা এক গণমাধ্যমকর্মীর নজরে এলে এ নিয়ে তোলপাড় শুরু হয়। এ ঘটনার পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা কার্যক্রম বন্ধ রয়েছে।
সূত্র জানায়, স্থানীয় গণমাধ্যমকর্মী জি এম মিলন দুপুর ১২টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষা করাতে যান। এ সময় তিনি দেখতে পান ২০২১ সালের ৩০ জুন উৎপাদন করা কিটের মেয়াদ পাঁচদিন আগেই চলে গেছে। কিটের গায়ে মেয়াদোত্তীর্ণের তারিখ লেখা রয়েছে ২০২২ সালের ২৯ জুন, যার লট নম্বর ছিল ৪১এডিজি৫৭৩এ। ডিভাইসটি জার্মানির তৈরি।
এই পাঁচদিন মেয়াদোত্তীর্ণ কীট দিয়ে করোনা টেস্ট করা হয়েছে। এর মধ্যে আজ দুপুর ১২টা পর্যন্ত মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে ১৪ জনের করোনা পরীক্ষা করা হয়।
গণমাধ্যমকর্মী জি এম মিলন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরতদের চরম দায়িত্বহীনতার কারণেই এমনটা হয়েছে।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন, মেয়াদোত্তীর্ণ কিট দিয়ে করোনা পরীক্ষার বিষয়টি জানতে পেরেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।