সিলেট সদর উপজেলায় ভয়াবহ বন্যা আক্রান্ত বানভাসি জনগণের পাশে দাঁড়িয়েছেন আবৃত্তিমেলা। তারা খাদিমপড়ার ৯ নাম্বার বস্তিতে ৮০টি পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন ।
আবৃত্তিমেলা পরিবারের সদস্য শামীমা চৌধুরীর নেতৃত্বে আজকের কার্যক্রম পরিচালনা করেছ আবৃত্তি শিল্পী সুমন্ত গুপ্ত, প্রীতম ভৌমিক, শ্রাবণ আচার্য্য এবং শ্রীবাস মন্ডা।
টানা বৃষ্টি কমে আসায় সিলেট অঞ্চলে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও দেশের মধ্যাঞ্চলের নদীর পানি বেড়ে বন্যা পরিস্থিতির অবনতির আভাস মিলছে। বাংলাদেশে সিলেট এবং সুনামগঞ্জ জেলায় মারাত্মক বন্যায় এখনো পানি বন্দী রয়েছে লাখ লাখ মানুষ। যাদের অনেকেই বাড়ি-ঘর ছেড়ে কাছাকাছি উঁচু জায়গায় আশ্রয় নিয়েছেন। খাবার ও বিশুদ্ধ পানির সংকটসহ আশ্রয়ের অভাবে চরম দুর্ভোগে পড়েছেন তারা।
আবৃত্তিমেলা পরিবারের একজন দিদার সরদার (হংকং)প্রকাশক ও সম্পাদক – সময়ের কণ্ঠধ্বনি এবং লায়ন্স ইন্টারন্যাশনাল ক্লাব ডিরেক্টর -৩১৫ বি ১ – বাংলাদেশ, ও আন্তর্জাতিক মানবাধিকার সংগঠক(UAHR),পরিচালক ও উপদেষ্টা জাতীয় কবি পরিষদ (জাকপ)। । তিনি জানান- মানুষ মানুষের জন্য , এমনটাই প্রত্যাশা , ভালোলাগা ভালোবাসা !প্রিয় আবৃত্তিমেলার প্রিয়জন সহকর্মী বন্ধুরা সার্বিক ব্যবস্থাপনায় বিশিষ্ট আবৃত্তি প্রশিক্ষক ও আবৃত্তি শিল্পী মাহিদুল ইসলাম মাহি ভাই। তিনি আবৃত্তিমেলার পরিবারের সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান।