বরিশাল আগৈলঝাড়া বাগদা ইউনিয়ন বিএনপির আহবায়ক রেজাউল ফয়েজ রেজা,দলীয় সৃঙ্খলা ভংগের কারনে ০২/০৫/২৪ ইং তারিখ দল কারন দর্শানোর নোটিশ দেয়। রেজাইল ফয়েজ রেজা নোটিশের সদুত্তর না দিতে পারায় আজ আগৈলঝাড়া,প্রেসক্লাব,, প্রেস কনফারেন্স করে ০৩/০৫/২৪তাং স্বেচ্ছায় পদত্যাগ করেন। উল্লেখ আগৈলঝাড়া বাগদা ইউনিয়ন বিএনপি,র আহবায়ক করার পর থেকে ফয়েজ রেজাকে, দলীয় কোন কর্মকান্ডে তেমন দেখা যায়নি। ইউনিয়ন বিএনপি, র কোন নেতাকর্মীর সাথে তেমন যোগাযোগ রাখেননি। স্থানীয় বিএনপি নেতাকর্মী, সমর্থকদের ভাষ্যমতে বাগদা ইউনিয়ন বিএনপি আহবায়ক ঘোষণার পর থেকে রেজাউল ফয়েজ রেজা আওয়ামী লীগের সাথে বেশি যোগাযোগ রাখতেন। সেই কারণে দল তাকে কারন,দর্শানো নোটিশ দেয়। আর তারি পথধরে বাগদা ইউনিয়ন বিএনপি, র,যুগ্ম আহ্বায়ক লাভলু ভাট্টি ও স্বেচ্ছায় পদত্যাগ করেন।