অবরুদ্ধ গাজা উপত্যকায় আকাশ থেকে পড়া ত্রাণ সংগ্রহ করতে গিয়ে ১৮ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ১২ জন পানিতে ডুবে ও ছয়জন পদদলিত হয়ে মারা গেছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গতকাল মঙ্গলবার স্থানীয় কর্তৃপক্ষ জানায়, সোমবার গাজার ভূমধ্যসাগরীয় উপকূলে আকাশ থেকে ফেলা ত্রাণ নিতে ছুটতে থাকে মানুষ। তখন এই দুর্ঘটনা ঘটে।
সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বিমান থেকে সমুদ্রে ফেলা ত্রাণ সংগ্রহের জন্য সৈকতে অনেকে দৌড়াচ্ছেন। এ ছাড়া কিছু মানুষকে সমুদ্র থেকে মরদেহ তুলে বালুতে রাখতেও দেখা গেছে।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েণি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩২ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭২ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।