পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী এবং সাবেক ফার্স্ট লেডি বুশরা বিবিকে কারাগারে বিষ প্রয়োগ করা হয়েছে বলে দাবি করেছেন তার বোন মরিয়াম রিয়াজ ওয়াত্তু। তিনি জানিয়েছেন, আদিয়ালা কারাগারে খাবার খাওয়ার পর বুশরা বিবি ছয় দিন ধরে অসুস্থ রয়েছেন।
এআরওয়াই নিউজে মরিয়াম রিয়াজ দাবি করেন, গত ছয় দিন ধরে বুশরা বিবি কিছুই খেতে পারছেন না। তিনি বলেন, ‘তার বোনের অবস্থা এখনো ভালো নয়। তার দেহে ব্যথা রয়েছে।
তিনি অভিযোগ করেন, আদিয়ালা কারাগারে বুশরা বিবিকে ক্ষতির খাবার দেয়া হয়েছে। তিনি বলেন, সাবেক ফার্স্ট লেডির জন্য বাড়ির খাবার অনুমোদিত নয়।
মরিয়ম রিয়াজ ঘটনাটি তদন্ত করার দাবি করেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, বুশরা বিবিকে কোনো ক্ষতিকর খাবার দেয়া হয়েছে। দোষীকে পাকড়াও করার দায়িত্ব কর্তৃপক্ষের।
মরিয়ম রিয়াজ বলেন, তার বোন কখনো পিটিআইয়ের প্রতিষ্ঠাতা ইমরান খানের বিরুদ্ধে যাবেন না। তিনি তার বোন সম্পর্কে বলেন, ‘তিনি খান সাহেবের সাথে আছেন এবং তিনি সারা জীবন খান সাহেবের সাথেই থাকবেন।
তিনি বলেন, এই ঘটনার পর বুশরা বিবি আদিয়ালা কারাগারে বিপদে থাকবেন।
উল্লেখ্য, তিনি তোশাখানা এবং ‘অনৈসলামিক বিয়ের’ মামলায় কারাদণ্ড ভোগ করছেন আদিয়ালা কারাগারে।
ইমরান খানও আদিয়ালা কারাগারে বন্দী আছেন।